1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাস্ক না পরা এক ক্রেতার কাণ্ড

৩০ অক্টোবর ২০২০

এক ক্রেতা মাস্ক ছাড়া জার্মানির বাভারিয়ার জিনডর্ফ শহরের এক শপিং সেন্টারে ঢুকে পড়েন৷ নিরাপত্তাকর্মী বাঁধা দেয়ায় নিরাপত্তাকর্মীকেই তিনি মারধর করেন৷

https://p.dw.com/p/3kfAq
ছবি: Barbara Neveu/picture alliance

বর্তমান পরিস্থিতিতে জার্মানির যে কোনো দোকানে ঢুকতে হলে মাস্ক পরা বাধ্যতামূলক৷ ৪১ বছর বয়সি ওই ক্রেতামাস্ক ছাড়াই শপিং সেন্টারের এক সুপার মার্কেটে ঢুকে পড়লে একজন নিরাপত্তা কর্মচারী তার দৃষ্টি আকর্ষণ করেন৷ পরে পুলিশ আসায় ক্রেতা পুলিশকে জানান যে, তার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক নয় এবং এ ব্যাপারে তার কাছে ডাক্তারের সার্টিফিকেট রয়েছে৷ তবে তিনি তা তখন দেখাতে রাজি হননি৷

নিরাপত্তাকর্মী তাকে দোকান থেকে চলে যেতে বলায় তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং নিরাপত্তা কর্মীর গালে চড় মারেন৷ ফলে তার দাঁতের একটি অংশ ভেঙে যায় বলে বৃহস্পতিবার নুরেমবার্গ শহরের পুলিশ জানিয়েছে৷ নিরাপত্তাকর্মীকে শারীরিক আঘাতের অভিযোগ তদন্ত করছে পুলিশ৷

তবে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ডাক্তারের সার্টিফিকেটটি তার সাথেই ছিল এবং সেটা পরে তিনি স্বেচ্ছায় দেখিয়েছেন৷

এনএস/এসিবি (এএফপি)