‘মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া’ | পাঠক ভাবনা | DW | 16.08.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া’

"রোহিঙ্গারা মিয়ানমারে বাংলাদেশ থেকে ‘উড়ে এসে জুড়ে বসা’ উপদ্রপকারী নন৷ তাঁঁরা নিজ ভূমিতে আছেন এবং তাঁদের উজ্জ্বল এক ইতিহাস আছে’’ – মন্তব্য একজন পাঠকের৷ রোহিঙ্গাদের পক্ষে, বিপক্ষে নানা মত তুলে ধরেছেন আরো কয়েকজন৷

ডয়চে ভেলের পাঠক তানভির রায়হান লিখেছেন, ‘‘এখন রোহিঙ্গাদের জন্য দেশ বানাতে গেলে চট্টগ্রাম ছাড়াও অনেকটা জায়গা ছেড়ে দিতে হবে বলে মনে করেন৷’’ আসলে তিনি নিজের দেশ নিয়েই চিন্তিত৷ তিনি মনে করছেন, অনেক বাংলাদেশি জানেনই না যে, নিজের দেশে কত সমস্যা, কত   রোহিঙ্গা ঢুকছে পড়েছে৷ রায়হান আরো মনে করেন, বার্মিজদের মধ্যে একতা আছে এবং তাঁরা তাঁদের ভবিষ্যতের কথা ভালোভাবেই চিন্তা করেন, অর্থাৎ বাংলাদেশিদের এত চিন্তার কারণ নেই৷

রোহিঙ্গাদের নাকি কোনো দেশ নেই এবং মিয়ানমারে তাঁদের কোনো অধিকারও নেই, বলেই বিশ্বাস পাঠক রহমান আজিজের৷

অন্যদিকে হাসান ওয়াজেদ মজুমদার সাংবাদিকদের সতর্ক করে দিয়ে লিখেছেন যে তারা যেন কোনো দেশের পক্ষ নিয়ে না লেখেন৷ আর সাংবাদিকদের কাছে পাঠক হাসানের অনুরোধ, রোহিঙ্গাদের সম্পর্কে যেন সঠিক তথ্য প্রকাশ করা হয়৷

তবে ‘‘মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের সে দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া,’’ অনির্বান সাহার সরাসরি মন্তব্য৷

আর অং সান সু চির নোবেল প্রাইজ বাতিল করা উচিত বলে মনে করেন আবু হাসনাত মাহমুদ৷

পাঠক মোক্তার শেখ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন রোহিঙ্গারা যেন বিপদ থেকে রক্ষা পায়৷

রোহিঙ্গাদের নিয়ে লেখা ডয়চে ভেলে থেকে প্রকাশিত রিপোর্টটি পড়ে বিজয় সিং ফেসবুক পাতায় তাঁর মন্তব্য জানাতে গিয়ে লিখেছেন, মিয়ানমার মানুক আর না মানুক, ‘রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক’৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন