1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের শঙ্কা

২ ফেব্রুয়ারি ২০২১

মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জাতিসংঘের মুখপাত্র৷ অভ্যুত্থানের ফলে সে দেশের রোহিঙ্গা মুসলমানের দুর্দশা আরো বাড়তে পারে বলে জাতিসংঘের আশঙ্কা৷

https://p.dw.com/p/3olqq
Weltspiegel 02.02.2021 | Myanmar Putsch | Militär
ছবি: AFP/Getty Images

সোমবার বৈশ্বিক এ সংস্থার এক মুখপাত্র এ আশঙ্কা ব্যক্ত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ মিয়ানমারের অভ্যুত্থান নিয়ে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা৷ তার আগের দিন জাতিসংঘের মুখপাত্র মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের নিয়ে এ উদ্বেগের কথা জানান৷ সোমবার মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে সরিয়ে নিজেরা ক্ষমতায় বসে সু চিসহ রাজনৈতিক নেতাদের আটক করে৷ 

২০১৭ সালে দেশটির রাখাইনে সামরিক বাহিনীর দমনপীড়ন থেকে বাঁচতে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়৷ তারা এখন শরণার্থী শিবিরে জীবন কাটাচ্ছেন৷ 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিভিন্ন পশ্চিমা দেশ ৪ বছর আগে রাখাইনে সামরিক বাহিনীর ওই তৎপরতাকে ‘জাতিগত শুদ্ধি অভিযান' হিসেবে অ্যাখ্যা দিয়ে এলেও মিয়ানমার সেনাবাহিনী তা প্রত্যাখ্যান করে আসছে৷

এসএন/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)