1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তিযুদ্ধ মঞ্চের দুই নেতা আটক

২৩ ডিসেম্বর ২০১৯

ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ তার অনুসারীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের দুই নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ৷ সোমবার দুপুরে ঢাকার শাহবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়৷

https://p.dw.com/p/3VGij
Nurul Haque Nur - Dhaka University Studentenrat von Bangladesch
ছবি: Privat

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তাদের প্রতিবেদনে জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুইজনের একজন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন এবং অন্যজন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য৷

দুইজনই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত৷ বিডিনিউজ জানিয়েছে, আল মামুন ছাত্রলীগের গত কমিটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপ সম্পাদক পদে ছিলেন৷ অন্যদিকে তূর্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক৷

এদিকে হামলার ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান৷

উল্লেখ্য রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে নুরসহ বেশ কয়েকজনের ওপর হামলা ঘটনা ঘটে৷ পরে আহত নূরসহ ২৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ এদের মধ্যে তুহিন ফারাবীকে রাতে লাইফ সাপোর্টে নেয়া হলেও শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার নিউরোলজি ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে৷ তিনিও নুরসহ আরো পাঁচজন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা৷

এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য