1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুচলেকা ও পাসপোর্ট জমার শর্তে সাংবাদিক রোজিনাকে জামিন

২৩ মে ২০২১

পাঁচদিন কারাগারে থাকার পর অবশেষে জামিন পেলেন বাংলাদেশের সাংবাদিক রোজিনা ইসলাম। রোববার আদালত এই বিষয়ে নির্দেশ দেয়৷

https://p.dw.com/p/3tpPE
পাঁচদিন কারাগারে থাকার পর অবশেষে জামিন পেলেন বাংলাদেশের সাংবাদিক রোজিনা ইসলাম। রোববার আদালত এই বিষয়ে নির্দেশ দেয়৷
ছবি: Harun-Or-Rashid/ZUMA Wire/picture alliance

পাঁচ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম৷ রোববার ভার্চুয়াল আদালতে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লা এই শর্তে তার জামিন মঞ্জুর করেন৷

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তথ্য অনুযায়ী, পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু রোববার শুনানিতে বলেন, রোজিনাকে জামিন দেওয়া হলে তাদের আপত্তি নেই৷ তবে এক্ষেত্রে তার পাসপোর্ট জমা রাখার আবেদন জানান তিনি৷

রোজিনার আইনজীবীরা মুচলেকা ও পাসপোর্টের শর্ত নিয়ে কোনো আপত্তি না থাকার কথা জানান৷ পরে বিচারক অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দেন৷

রোজিনার জামিনের মেয়াদ মামলার পরবর্তী তারিখ ১৫ জুলাই পর্যন্ত৷ সেদিন পুলিশকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলে নির্দেশ দেয়া হয়েছে৷ মামলা তদন্তের দায়িত্বে রয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ৷

রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে রোজিনা ইসলামকে গত ১৭ মে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়৷ পরে রাতে শাহবাগ থানায় সোপর্দ করে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডিবিধির কয়েকটি ধারায় মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ৷ তবে রোজিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন৷

তিনি সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতি বিভিন্ন প্রতিবেদন করেছেন৷ একারণেই তাকে ‘হয়রানি’ করা হচ্ছে বলে অভিযোগ করে আসছেন রোজিনার সহকর্মী ও পরিবারের সদস্যরা৷ সচিবালয়ে আটকে রাখার সময় রোজিনাকে ‘শারীরিকভাবে হেনস্তার' অভিযোগও উঠেছে৷

তার গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে সোচ্চার হয় সাংবাদিক সংগঠনগুলো৷ বিবৃতি দেয় আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনও৷ মঙ্গলবার মামলার শুনানিতে আদালত রাষ্ট্রপক্ষের রিমান্ডের আবেদন নাকচ করে৷ শুক্রবার জামিন আবেদনের ভার্চুয়াল শুনানি হলেও সেদিন কোন সিদ্ধান্ত না দিয়ে রোববার পরবর্তী দিন ধার্য করে আদালত৷

এদিকে দৈনিক প্রথম আলো তাদের এক প্রতিবেদনে জানিয়েছেন, রোজিনা ইসলামের জব্দ করা দুটি মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষার অনুমতির আদেশ চেয়ে আদালতে আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা৷ তবে আদালত তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেয়নি৷

এফএস/আরআর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান