1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোবাইলেই জার্মান ভাষাশিক্ষা

৮ ডিসেম্বর ২০১৭

আজ আর সবার পক্ষে ক্লাসে গিয়ে ভাষা শেখা সম্ভব নয়৷ ডয়চে ভেলে তাই মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমেই জার্মান শেখার এক পাঠক্রম শুরু করেছে৷ পাঠক্রমের কাহিনি বেশ রোমাঞ্চকর, উত্তেজনায় ভরা৷

https://p.dw.com/p/2ozhr
ছবি: DW

‘নিকোস ভেগ’ শিরোনামের পেছনে সহজে জার্মান ভাষা শেখার অনলাইন পাঠক্রমের প্রিমিয়ার৷ ২২৮টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের মাধ্যমে ব্যাকরণসহ অন্যান্য বিষয় শেখানো হয়৷ ডিডাব্লিউ শিক্ষা কর্মসূচির প্রধান আন্দ্রে ম্যোলার বলেন, ‘‘এর বৈশিষ্ট্য হলো, এই পাঠক্রম সবকিছু একত্র করেছে৷ ভিডিও নোভেলার মোড়কে এক রোমাঞ্চকর গল্প বলা হচ্ছে৷ ইন্টারঅ্যাকটিভ এক্সারসাইজ আছে৷ মোবাইল ফোন অথবা অনলাইনে নাগাল পাওয়া যায়৷ বিনামূল্যে ২৩০টি পাঠে সবকিছু শেখা যায়৷’’

এই নাটকের মূল চরিত্র স্পেনের ২২ বছর বয়সি নিকো৷ উচ্চশিক্ষা ছেড়ে সে জার্মানিতে এসেছে৷ তার ভূমিকায় অভিনয় করেছেন ফ্লোরিয়ান ভ্যুনশে৷ তিনি বলেন, ‘‘আসলে সবাই আমার সঙ্গেই ভাষা শিখতে পারে৷ জার্মানিতে এসে ভাষা শেখা৷ দৈনন্দিন জীবনের পরিচিত সমস্যা ও দুশ্চিন্তা ভাগ করে নিতে পারে৷’’

জার্মান ভাষাশিক্ষায় ডয়চে ভেলের নতুন উদ্যোগ

বিমানবন্দরেই নিকো-র সঙ্গে এক ছাত্রী ও তার ভাগ্নির আলাপ৷ ব্যাগ হারানোর পর এরাই তাকে সাময়িক আশ্রয় দেয়৷ এভাবে নিকো জার্মানির দৈনন্দিন জীবনযাত্রার স্বাদ পায়৷ যেমন কমিউনে আবর্জনা ফেলার নিয়ম৷ ছোট ছোট ভিডিওর সঙ্গে প্রায় ১৪,০০০ মানানসই এক্সারসাইজও রয়েছে৷ এ-ওয়ান প্রাথমিক শিক্ষাক্রমে নিকো জার্মান ভাষায় সম্ভাষণের কায়দা শিখছে৷

মোবাইল ফোন অথবা অ্যাপের মাধ্যমে বিনামূল্যে নিজেই এই পাঠক্রমের স্বাদ নেওয়া সম্ভব৷ সিরিয়ার আলা আল হালওয়ানি এভাবে জার্মান ভাষা শিখছেন৷ তিনি বলেন, ‘‘এই পাঠক্রমের সবচেয়ে ভালো দিক হলো, সবকিছু নাগালের মধ্যে৷ যে কোনো সময়ে যেখানে খুশি আমি এটি ব্যবহার করতে পারি৷ কাজের ফাঁকে, পথে যেতে যেতে, এমনকি ট্রামে-বাসেও৷’’

‘নিকোস ভেগ’ পাঠক্রমের বিভিন্ন স্তর রয়েছে৷ আনাড়িদের জন্য এ-ওয়ান থেকে শুরু করে অভিজ্ঞদের জন্য বি-ওয়ান কোর্স৷ শুটিং-এর সময়ে শিক্ষার স্তর অনুযায়ী অভিনেতাদের সঙ্গে বোঝাপড়া থাকে৷ ডিডাব্লিউ শিক্ষা কর্মসূচির শিরিন কাসরায়েইয়ান বলেন, ‘‘সাধারণ ফিল্মের শুটিং-এর সময়ে অভিনেতারা সংলাপ নিজেদের স্বাচ্ছন্দ্যমতো সাজিয়ে নিতে পারেন৷ এ ক্ষেত্রে কিছু ব্যাকরণগত প্রয়োগ চিত্রনাট্যে অন্তর্গত করা হয়েছে, পরে ব্যাকরণ অনুশীলনের খাতিরে যা বজায় রাখতে হয়৷’’

উটা গাইসার-হুড/এসবি