1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্র সফরে উইলিয়াম কেট দম্পতি

৯ জুলাই ২০১১

ক্যানাডার পর এবার যুক্তরাষ্ট্র সফর শুরু করলেন ব্রিটিশ রাজপরিবারের নব দম্পতি প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট৷ লস এঞ্জেলেসের প্রযুক্তি বিষয়ক সেমিনারে তারা অংশ নেন, ঘুরে দেখেন অত্যাধুনিক প্রযুক্তির সমাহার৷

https://p.dw.com/p/11s7f
Britain's Prince William and his fiancee Kate Middleton watch a demonstration by students at Darwen Aldridge Community Academy in Darwen, England, Monday April 11, 2011. Prince William and fiancee Kate Middleton visited northwest England on Monday to support local youth charities _ the last trip in their pre-wedding tour of England, Scotland, Wales and Northern Ireland. (AP Photo/Adrian Dennis, Pool)
প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনছবি: AP

ক্যানাডাতে টানা আটদিনের সফর শেষে শুক্রবার লস এঞ্জেলেসের বেভারলি হিলে পৌঁছান এই ব্রিটিশ নব দম্পতি৷ গত এপ্রিলে বিয়ের পর ক্যানাডায় ছিলো তাদের প্রথম সরকারি সফর৷ এরপর যুক্তরাষ্ট্রে তারা অবস্থান করবেন আরও তিনদিন৷ উল্লেখ্য, কেটের জন্য এটাই প্রথম যুক্তরাষ্ট্র ভ্রমণ৷

সফরের শুরুতেই উইলিয়াম এবং কেট যোগ দেন বেভারলি হিলস এর একটি গণমাধ্যম প্রযুক্তি বিষয়ক সম্মেলনে৷ উদ্দেশ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো যাতে ব্রিটেনে আরও বেশি করে বিনিয়োগে আগ্রহী হয়৷ সম্মেলনে অংশ নেওয়ার পর তারা সেখানকার অত্যাধুনিক যন্ত্রপাতি ঘুরে ঘুরে দেখেন৷

তবে সম্মেলনে কিছুটা অস্বস্তির মধ্যে পড়েন এর রাজকীয় নব দম্পতি৷ কারণ যখন তারা সম্মেলনে অংশ নেন সেখানকার শ তিনেক অংশগ্রহণকারী দাঁড়িয়ে তাদের স্বাগত জানান৷ কিন্তু মঞ্চে উপস্থিত পাঁচজন বক্তা তাদের দিকে লক্ষ্য না করে উপস্থাপনা চালিয়ে যেতে থাকেন৷ এমনকি সম্মেলনে কোন কথাও বলতে দেওয়া হয়নি প্রিন্স উইলিয়াম এবং কেটকে৷ প্রিন্স উইলিয়ামের আচরণে এসময় খানিকটা অস্বস্তি দেখা গেলেও কেট কিন্তু মনোযোগী শ্রোতার মতই সব কিছু শুনে গিয়েছেন৷ তবে শেষ পর্যন্ত ভালোয় ভালোয় সব কিছু পার হয়৷

শনিবার অবশ্য বেশ ব্যস্ত থাকার কথা এই রাজকীয় দম্পতির৷ সকাল বেলায় পোলো ম্যাচ খেলার কথা প্রিন্স উইলিয়াম এর৷ আর রাতের বেলায় রয়েছে ব্রিটিশ অ্যাকাডেমি ফর ফিল্ম অ্যান্ড টেলিভিশন বা বাফটার আয়োজনে বিশেষ ডিনার পার্টি৷ আর এই সংগঠনের প্রেসিডেন্ট হলেন প্রিন্স উইলিয়াম৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য