1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রং হাসপাতালের রোগীদের নিরাময়ে সাহায্য করতে পারে

২২ জুলাই ২০১৯

রূপ-রস-বর্ণ-গন্ধ যে আমাদের শরীর ও মনের উপরেও যে প্রভাব রাখে, নানাভাবে আমরা তা বুঝতে পারি৷ এবার হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটেও এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে চিকিৎসার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চলছে৷

https://p.dw.com/p/3MUTh
Kornblume
ছবি: Imago/

স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে রং একটা বড় ভূমিকা পালন করে৷ বাজারে রংবেরঙের ট্যাবলেট দেখলেই তা টের পাওয়া যায়৷ যেমন ব্যথার ট্যাবলেটের রং বেশিরভাগ ক্ষেত্রে সাদা হয়৷ স্টিমুল্যান্ট বা উদ্দীপক ওষুধের রং হয় লাল বা কমলা৷

কিন্তু চোখ খোলার সঙ্গে সঙ্গে সবার আগে কোন রং দেখা যায়? লাল, নীল না সবুজ? আমাদের স্বাস্থ্যের উপর তার কি কোনো প্রভাব থাকতে পারে?

জার্মানির ভুপার্টাল শহরে বিশ্ববিদ্যালয় হাসপাতালে এ বিষয়ে গবেষণা চালানো হচ্ছে৷ ইন্টেনসিভ কেয়ার বিশেষজ্ঞ গাব্রিয়েলে ভ্যোবকার ও রং বিশেষজ্ঞ আক্সেল ব্যুটার নিশ্চিত, যে হাসপাতালের কামরার রং রোগীদের স্বাস্থ্যের উপর অবশ্যই প্রভাব রাখে৷ ব্যুটার বলেন, ‘‘হাসপাতালের দিকে কেন নজর দেওয়া যাবে না? সবকিছু রঙিন করে তোলার প্রয়োজন নেই৷ কিন্তু বিভিন্ন রঙের প্রভাব সংক্রান্ত জ্ঞান কাজে লাগিয়ে ধীরে ধীরে রং বদলানো যায়, যেমনটা এখানে করা হয়েছে৷''

হাসপাতালের বিভিন্ন অংশ ও দপ্তরে সাদা, জীবাণুমুক্ত পরিবেশের বদলে দেওয়ালে একটু রঙের ছোঁয়া দেওয়া যেতে পারে বৈকি৷ দুই বছর ধরে রং নিয়ে এই গবেষণা চলেছে৷ নানা ধরনের রঙের শেড নিয়ে পরীক্ষানিরীক্ষা হয়েছে৷ দেওয়ালে প্যাস্টেল ও মাটির রং ব্যবহার করা হয়েছে, আলোর বাতিও বদলানো হয়েছে৷ এই সংস্কারের আগে ও পরে রোগীদের চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন করা হয়েছে৷

পুরুষ নার্স হিসেবে টিলমান ক্যোনিশ বিশেষ করে কঠিন রোগগ্রস্ত মানুষের ক্ষেত্রে একটা পরিবর্তন লক্ষ্য করেছেন৷ তিনি মনে করেন, ‘‘নতুন রং করার পর রোগীদের উপর তার খুব ভালো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে৷ তাঁরা অনেক কম প্রলাপ বকছেন৷ সে কারণে রোগীরা নিজেদের পারিপার্শ্বিক সম্পর্কে অনেক বেশি সচেতন এবং তাঁরা যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করছেন৷''

রং যেভাবে রোগীদের সাহায্য করে

রোগীদের প্রলাপ হাসপাতালে বড় সমস্যা৷ বিশেষ করে কঠিন রোগগ্রস্ত মানুষের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়৷ রং রোগীদের অনেক শান্ত রাখছে৷ প্রলাপের সম্ভাবনা অনেক কমে গেছে৷ প্রথমদিকে গাব্রিয়েলে ভ্যোবকার-এর মনে সংশয় ছিল৷ কিন্তু রোগীদের বিবৃতির সঙ্গে সংগৃহীত তথ্য মিলে যাচ্ছে৷ ওষুধের পরিমাণের ক্ষেত্রে ফলাফল নিয়েও কোনো সন্দেহ নেই৷ ভ্যোবকার বলেন, ‘‘আমার কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল ওষুধের পরিমাণে পরিবর্তন৷ হাসপাতালের তিনটি ওয়ার্ডেই ওষুধের ব্যবহারের ক্ষেত্রে গড়ে প্রায় ৩০ শতাংশ প্রভাব দেখা গেছে৷ ফলে রোগীরা ৩০ শতাংশ কম ওষুধ খাচ্ছেন৷''

রঙের বিভিন্ন শেড যে আমাদের শরীরের উপর বড় প্রভাব রাখতে পারে, রং বিশেষজ্ঞ হিসেবে আক্সেল ব্যুটার তাতে মোটেই বিস্মিত নন৷ আক্সেল ব্যুটার মনে করেন, ‘‘রং কী, তা জানতে পারলে আমাদের শরীরে কিছু একটা ঘটে৷ রং সরাসরি আমাদের নিঃশ্বাস-প্রশ্বাস ও রক্তে শর্করার মাত্রা বদলে দিতে পারে৷ খিদে পেলে আপনি সেটা হয়তো টের পেতে পারেন৷ রংবেরঙের খাবার দেখলে খিদে নাও পেতে পারে৷ কিন্তু কেউ যদি সুস্বাদু কোনো মিষ্টির ছবি দেখায়, সেটা দেখে রক্তে শর্করার মাত্রা কমে যায় এবং আবার খিদে পায়৷ তখন পেট ভরা থাকলেও খেতে ইচ্ছে করে৷'' 

হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটের উপর রঙের প্রভাব নিয়ে গবেষণা চালু থাকবে৷ আলো ও রংয়ের উপর নজর দেবার পর এবার শব্দ ও গন্ধের মতো অন্যান্য বিষয়ের উপরেও নজর দেওয়া হবে৷ ভ্যোবকার ও ব্যুটার এই সব বিষয়ের ক্ষেত্রেও বিপুল সম্ভাবনা দেখতে পাচ্ছেন৷

লুইস অসবোর্ন/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য