1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রক্ত পরীক্ষায় স্তন ক্যানসার নির্ণয়!

২১ ফেব্রুয়ারি ২০১৯

প্রতিবছর যে পরিমাণ নারী ক্যানসারে মারা যান তার মধ্যে স্তন ক্যানসার আক্রান্ত সবচেয়ে বেশি৷ মেমোগ্রাফি করে শনাক্ত করার আগেই রক্ত পরীক্ষা করে নির্ণয় করার পদ্ধতি আবিষ্কার করেছেন জার্মান বিজ্ঞানীরা৷

https://p.dw.com/p/3Dn66
ছবি: Colourbox

জার্মানির হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয় হাসপাতালের গবেষকরা এমন একটি রক্ত পরীক্ষা পদ্ধতি আবিষ্কার করেছেন সম্প্রতি৷ গবেষকরা দাবি করছেন, এই পরীক্ষার মাধ্যমে আরো সঠিকভাবে ও দ্রুত স্তন ক্যানসার শনাক্ত করা সম্ভব হবে৷ 

গবেষক দলের প্রধান ক্রিস্টফ সন ‘বিল্ড' পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এই পদ্ধতিটির নাম দেওয়া হয়েছে ‘হেইস্ক্রিন'৷ তিনি বলেন, এই পরীক্ষা পদ্ধতিতে বর্তমানে ব্যবহৃত প্রযুক্তিতে ক্যানসার শনাক্ত করার আগেই সম্ভাব্যতা জানা যাবে৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যমতে, প্রতি বছর ৬ লাখ নারী স্তন ক্যানসারে মারা যান৷ এর মধ্যে নির্ণয় করতে দেরি হয়ে যাওয়ায় বেশিরভাগ নারী মারা যান৷ অধ্যাপক সন জানান, ৫০ বছরের নীচে নারীদের ক্ষেত্রে এটি ৮৬ শতাংশ সঠিক তথ্য দেবে৷ এবং দ্রুত সেসব নারীদের চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে৷

তিনি আরো বলেন, এই রক্ত পরীক্ষা পদ্ধতি মেমোগ্রাফির মতোই নির্ভরযোগ্য৷ এটিতে খরচও কম, একইসঙ্গে এই পদ্ধতিতে কোনো ধরনের রেডিয়েশনের প্রভাব নেই৷

অধ্যাপক সন বলেন, এই পরীক্ষা পদ্ধতিতে জরায়ু ক্যানসার নির্ণয়ও করা যাবে৷ চলতি বছরই এই পরীক্ষা পদ্ধতি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানান তিনি৷

নাটালি মুলার/এফএ