1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতির মাঠ কি আবার গরম হচ্ছে?

সমীর কুমার দে ঢাকা
৪ সেপ্টেম্বর ২০২১

অভিযোগ, পাল্টা অভিযোগে সম্প্রতি আওয়ামী লীগ ও বিএনপিতে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷ এই উত্তেজনা কী রাজনীতির মাঠ গরম হওয়ার আলামত?

https://p.dw.com/p/3zuuL
Bangladesch Parlament | Gebäude
ছবি: picture alliance/Bildagentur-online/Tips Images

প্রায় দেড় বছর ধরে করোনা ভাইরাসের মহামারির কারণে মানুষের সামাজিক জীবনে অনেক সীমাবদ্ধতা তৈরি হয়েছে৷ এ সময় রাজনৈতিক কর্মসূচিও খুব একটা দেখা যায়নি৷ এদিকে, দুই বছর পরে জাতীয় সংসদ নির্বাচন৷

আগের সরকারের বিভিন্ন মেয়াদে দেখা গেছে নির্বাচনের বেশ আগে থেকেই বিরোধী দলগুলো দাবি-দাওয়া নিয়ে রাজনৈতিক মাঠে উপস্থিত থাকে৷ কিন্তু চলতি সরকারের মেয়াদে দেখা যাচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি মাঠে খুব একটা সরব নেই৷তবে হঠাৎ করেই দুই বড় দল ক্ষমতাশীন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে যে রাজনৈতিক বিতর্ক চলছে তা কি আসছে নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি?

বিশ্লেষকরা বলছেন, সামনের নির্বাচন ঘিরে রাজনীতি সক্রিয় হচ্ছে সেটা এখনই বলা যাবে না৷আগস্ট মাসে প্রতি বছরই একটা উত্তেজনা তৈরি হয়, এবারও তেমনটাই হয়েছে বলে মত তাদের৷

রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শান্তনু মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘আগস্ট মাসে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী এলে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে৷ তারা মনে করেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত৷ অন্যদিকে বিএনপিও পাল্টা জবাব দেয়৷ এতে কিছুটা উত্তেজনা তৈরি হলেও রাজনীতির মাঠ গরম হচ্ছে তেমনটা বলা যাবে না৷ এটা এক ধরনের সাময়িক উত্তেজনা৷’’

‘আগস্ট মাস আসলে বিএনপি বেকায়দায় পড়ে’

সম্প্রতি মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভুমিকা, চন্দ্রিমা উদ্যানের কবরে জিয়াউর রহমানের লাশ আছে কি-নেই তা নিয়ে অভিযোগ তুলেছে আওয়ামী লীগ৷ খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে এই বিষয়গুলো উঠে এসেছে৷ ওই বক্তব্যের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এগুলো নিয়ে কথা বলেছেন৷ অনেকে সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরিয়ে নেওয়ারও দাবি তোলেছেন৷ সর্বশেষ শনিবারও এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেন হক বলেছেন, ‘‘জিয়ার কবরে আসলেই লাশ আছে কি-না জানার জন্য ডিএনএ পরীক্ষা করা হোক৷’’

বিএনপি নেতারাও আওয়ামী লীগের এই বক্তব্যের পাল্টা জবাব দিচ্ছেন৷ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স ডয়চে ভেলেকে বলেন, ‘‘করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় আওয়ামী লীগ মানুষের দৃষ্টি ভিন্নদিকে নিতে এসব অমূলক অভিযোগ করছে৷ এই সরকার পদে পদে ব্যর্থ হয়েছে৷ এখন তারা বিএনপির প্রতিষ্ঠাতাকে নিয়ে মিথ্যাচার করছে৷’’

এই ঘটনার মধ্যদিয়ে কী বিএনপি মাঠে নামার চেষ্টা করছে? জবাবে জনাব প্রিন্স বলেন, ‘‘বিএনপি সব সময় মাঠেই ছিল৷ করোনার কারণে কিছুদিন সাংগঠনিক কার্যক্রম বন্ধ ছিল৷ বিএনপি নির্বাচনমুখী দল, মানুষের সমর্থন নিয়ে দেশ চালাতে চায়৷ কিন্তু বর্তমান সরকার আর নির্বাচন কমিশনের অধীনে ভোটে যাওয়ার কোনো সুযোগ নেই৷’’

তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মনে করেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আগস্টের প্রতিটি ঘটনার সঙ্গেই বিএনপির সংশ্লিষ্টতা আছে৷ ১৫ আগস্টের সঙ্গে তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং ২১ আগস্টের সঙ্গে বর্তমান নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান জড়িত৷ ফলে আগস্ট মাস আসলে তারা বেকায়দায় পড়ে৷ তখন নিজেদের বাঁচাতে তারা উল্টোপাল্টা কথা বলে৷’’

‘এই সরকার পদে পদে ব্যর্থ হয়েছে’

আওয়ামী লীগ সাংগঠনিকভাবে নিজেকে গোছানোর উদ্যোগ নিয়েছে কি-না জানতে চাইলে আওয়ামী লীগের এ রাজনীতিবিদ বলেন, ‘‘কাউন্সিলের মাধ্যমে আওয়ামী লীগ সংগঠন গুছিয়ে নেয়৷ করোনার কারণে কিছুদিন রাজনীতি সীমিত পরিসরে চলেছে৷ এই সময়টাতে আওয়ামী লীগ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছে৷ এখন পরিস্থিতি একটু ভালো হয়েছে, এই কারণে বিভিন্ন জায়গায় যেখানে সমস্যা আছে সেখানে কমিটি ভেঙ্গে নতুন কমিটি করা হচ্ছে৷’’

প্রসঙ্গত, শুক্রবার আওয়ামী লীগের নোয়াখালি জেলা কমিটি ভেঙে আহবায়ক কমিটি করার ঘোষণা দিয়েছেন নেতারা৷ একই সঙ্গে যুবলীগের ঢাকা জেলা কমিটিও ভেঙে দেওয়া হয়েছে৷

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এখনো রাজনীতির মাঠ গরম হওয়ার মতো কোন পরিস্থিতি দেখছেন না৷ ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে এই সংসদ সদস্য বলেন, ‘‘এখন যেটা দেখা যাচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতাসহ কিছু বিষয়ে আওয়ামী লীগ অভিযোগ তোলছে, বিএনপি সেটার জবাব দিচ্ছে৷ কিন্তু রাজনীতির মাঠ তখনই গরম হবে, যখন জাতীয় কোনো কর্মসূচি নিয়ে বিএনপি মাঠে নামবে৷ তাদের তো সে ধরনের কোন প্রস্তুতি দেখা যাচ্ছে না৷''

সামনের নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টির (জাপা) প্রস্তুতি কী জানতে চাইলে তিনি বলেন,‘‘নির্বাচনতো এখনও বহুদূর৷ এক বছর আগে জাতীয় পার্টি নিজস্ব কর্মসূচি নিয়ে কাজ শুরু করবে৷ এখন দৈনন্দিন সাংগঠনিক কার্যক্রম চলছে৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য