1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংলাপ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৬ নভেম্বর ২০১২

জাতীয় সংসদের সংসদীয় এলাকার সীমানা পুন:নির্ধারণ নিয়ে আজ থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন৷ আমন্ত্রণ জানানো হলেও প্রধান বিরোধী দল বিএনপি’র নেতৃত্বে ১৮ দল এই সংলাপে যোগ দেবে না বলে জানা গেছে৷

https://p.dw.com/p/16pbY
unser Korrespondent in Dhaka, Herr Harun Ur Rashid Swapan hat die angehängten Bilder am 07.02.12 aufgenommen, und stellt sie der DW zur Verfügung. Titel: Bangladesh Election Commission Bildbeschreibung: The search committee, formed to suggest names for election commissioners of Bangladesh, has recommended that either former cabinet secretary Ali Imam Majumder or ex-home secretary Kazi Rakib Uddin Ahmed be the chief election commissioner. The picture shows the secretariat of Bangladesh Election Commission in Dhaka.
Bangladesch Dhaka Wahlkommission Gebäudeছবি: DW

প্রতি ১০ বছর পর পর জাতীয় সংসদের সংসদীয় এলাকার সীমানা পুন:নির্ধারণ করা হয়৷ আর সেই সীমানা পুন:নির্ধারণের জন্য সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন৷ এরইমধ্যে সুশীল সমাজ, এনজিও এবং সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছে কমিশন৷ আজ থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ৷ আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত ৭ দিনে কমিশন ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে৷

আজ সোমবার কমিশন সংলাপ করবে ৩টি ইসলামি দলসহ ৬টি রাজনৈতিক দলের সঙ্গে৷ ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হবার কথা ২৯শে নভেম্বর এবং প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে ২রা ডিসেম্বর৷ এজন্য সব দলকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হয়েছে৷ তবে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ জানান, তারা এখনো আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত না নিলেও এটা নিশ্চিত যে বিএনপিসহ ১৮ দল সংলাপে যাচ্ছে না৷ তিনি বলেন, দলীয়ভাবে নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনের কাছ থেকে তারা কোন নিরপেক্ষতা আশা করেন না৷

তবে নির্বাচন কমিশন তাদের সংলাপে নিতে আলাদাভাবে কোন চেষ্টা করবে না৷ নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, সব দলকে যেভাবে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপিকেও একইভাবে আমন্ত্রণ জানানো হয়েছে৷ তারা না এলে কমিশন তাদের মতামত থেকে বঞ্চিত হবে৷ তবে যাদের মতামত পাওয়া যাবে তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে কমিশন৷

এদিকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন আহমেদ মনে করেন, সংলাপে না গেলে বিএনপিই ক্ষতিগ্রস্ত হবে৷ কারণ তারা না গেলে নির্বাচন কমিশন তাদের বাদ দিয়েই সিদ্ধান্ত নিতে বাধ্য হবে৷

শুধু সংলাপ নয়৷ এই নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর তাদের অধীনে উপ নির্বাচনসহ কোন ধরনের নির্বাচনেও অংশ নেয়নি বিএনপিসহ ১৮ দল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য