1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রানি এলিজাবেথের জন্মদিনে যাঁরা সম্মাননা পেলেন

১১ জুন ২০১১

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁর ৮৫ তম জন্মদিন উপলক্ষ্যে যাঁদেরকে সম্মাননা দিলেন রাজপ্রাসাদ থেকে শনিবারে তাঁদের তালিকা প্রকাশ করা হয়েছে৷

https://p.dw.com/p/11YT9
আয়ারল্যান্ডে রানি এলিজাবেথ ( ফাইল ছবি )ছবি: AP

তাঁদের মধ্যে রয়েছেন, ব্রিটিশ রকস্টার ব্রায়ান ফেরি, অস্কারজয়ী অভিনেতা কলিন ফার্থ এবং উইকিলিক্স-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের যুদ্ধবাজ আইনজীবি৷ রক্সি মিউজিক গ্রুপের সাবেক গায়ক ৬৫ বছর বয়স্ক ফেরিকে দেওয়া হয়েছে,কমান্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার মেডেল বা সিবিই৷ এই সম্মাননা মিউজিকে অবদানের সর্বোচ্চ সম্মান নাইটহুড উপাধির চেয়ে একধাপ নীচে৷

‘কিংস স্পিচ'-এর জন্যে অস্কারজয়ী ফার্থকেও একই সম্মাননা দেওয়া হয়েছে৷ চলতি বছরের শেষে মেডেলটি গ্রহণ করার সময়ে রানির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ পাবেন তিনি৷

বিখ্যাত গণমাধ্যম আইনজীবি মার্ক স্টেফেন্স, যিনি আসাঞ্জের প্রতিনিধিত্ব করছেন, তাঁকেও দেওয়া হয়েছে সিবিই৷ ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্ণর মার্ভিন কিং-কে দেওয়া হয়েছে ওবিই, অর্থাৎ অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার৷ এছাড়া আরো যাঁদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে তাঁরা হলেন, ইংলিশ ক্রিকেট দলের ক্যাপ্টেন অ্যান্ড্রু স্ট্রাউস, কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এবং খেলোয়াড় অ্যালিস্টেয়ার কুক৷ ব্রিটেনের রানির জন্মদিনে সম্মাননা প্রদান ঐতিহ্যগতভাবে চলে আসছে৷ ২১-শে এপ্রিল রানি দ্বিতীয় এলিজাবেথ ৮৫ বছরে পা রেখেছেন৷ তবে সরকারি ভাবে তাঁর জন্মদিন পালন করা হবে আজ শনিবার রং ঝলমলে প্যারেডের মধ্যে দিয়ে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়