1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৃহত্তম ফিল্ম স্টুডিও

২৯ জুলাই ২০১২

বিদেশি চলচ্চিত্র নির্মাতাদের আকৃষ্ট করতে রাশিয়াতে নির্মিত হয়েছে পূর্ব ইউরোপের সবচেয়ে বড় ফিল্ম স্টুডিও গ্লাভকিনো৷ উদ্যোক্তারা বলছেন, তাদের লক্ষ্য অর্থ নয়, বরং চলচ্চিত্র বিশেষজ্ঞদের কাছে থেকে অভিজ্ঞতা অর্জন৷

https://p.dw.com/p/15g8q
ছবি: Fotolia/fergregory

রাশিয়ার রাজধানী মস্কোর বাইরে বিশাল একটি খোলা জায়গায় নির্মিত হয়েছে এই ফিল্মস্টুডিও৷ এর পেছনে ইতিমধ্যে খরচ হয়েছে ৮৯ মিলিয়ন ইউরো৷ কোম্পানির জেনারেল ডিরেক্টর ইলিয়া বাখুরিন দাবি করলেন পূর্ব ইউরোপের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় স্টুডিও৷ ‘‘আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে এখানে আন্তর্জাতিক প্রকল্পগুলোকে নিয়ে আসা এবং তাদের সঙ্গে অভিজ্ঞতা এবং প্রযুক্তি ভাগাভাগি করা'', বলেন বাখুরিন৷

গত ফেব্রুয়ারি মাসে এই গ্লাভকিনোর উদ্বোধন করেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদিয়েভ৷ এই স্টুডিওর ভেতরে তৈরি করা হয়েছে বিশাল আকারের একটি সাউন্ড স্টেজ যার আকার তিন হাজার বর্গমিটারের বেশি৷ এর এক কোনাতে পার্ক করে রাখা আছে একটি বাস৷ ইতিমধ্যে এই স্টুডিওতে একটি ছবিও তৈরি হয়েছে৷ ‘অগাস্ট এইট' নামে ছবিটি তৈরি হয়েছে রাশিয়া আর জর্জিয়ার যুদ্ধের ওপর ভিত্তি করে৷

উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়নের পতনের আগে চলচ্চিত্র খাতে একটি সমৃদ্ধ ইতিহাস ছিলো রাশিয়ার৷ তবে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর আর্থিক টানাপোড়েনের কারণে এই খাতটিতেও মন্দা নেমে আসে৷ সেই অবস্থা আবারও ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে রাশিয়া৷ নতুন গ্লাভকিনো স্টুডিও ঘুরে দেখেছেন রুশ পরিচালক ভিক্টর গিন্জবার্গ৷ বর্তমানে যুক্তরাষ্ট্রে কর্মরত এই সিনেমা পরিচালক বেশ প্রশংসা করেছেন গ্লাভকিনোর৷ তবে জানিয়েছেন, এখানে যে জিনিসটির অভাব, তা হচ্ছে চলচ্চিত্র সংস্কৃতির৷ চলচ্চিত্র নির্মাণের জন্য যে ধরণের দক্ষ জনবল দরকার সেটি রাশিয়ার এই মুহূর্তে নাই৷ তবে ভবিষ্যতে এই অভাব পুরণের লক্ষ্যে গ্লাভকিনো যে বড় ভূমিকা রাখতে যাচ্ছে সেটা সন্দেহ নেই৷

আরআই/এআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য