1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা

৩ আগস্ট ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুটা দ্বিধার সঙ্গেই বিলটিতে স্বাক্ষর করেন, কেননা তাঁর মতে এই বিল ‘গুরুতরভাবে ত্রটিপূর্ণ’৷ অপরদিকে রাশিয়া বিলটিকে ‘পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের’ সঙ্গে তুলনা করেছে৷

https://p.dw.com/p/2hcev
ছবি: Reuters/File Photo/M. Zmeyer

বুধবার ট্রাম্প যখন বিলটিতে স্বাক্ষর করেন, তখন সেখানে কোনো সাংবাদিক বা ক্যামেরার উপস্থিত ছিল না৷ স্বাক্ষরের পর ট্রাম্প একটি বিবৃতিতে বলেন যে, তাঁর দৃষ্টিতে বিলটি ‘‘গুরুতরভাবে ত্রুটিপূর্ণ’’ এবং এই বিল তাঁর কূটনৈতিক আলাপ-আলোচনা চালানোর পথে বাধা সৃষ্টি করবে৷

‘‘প্রশাসনের প্রতিক্রিয়ার স্বাধীনতা সীমিত করার মাধ্যমে এই বিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন জনগণের জন্য সুবিধাজনক চুক্তি করা আরো কঠিন করে তুলবে, এবং চীন, রাশিয়া ও উত্তর কোরিয়াকে পরস্পরের আরো বেশি কাছাকাছি নিয়ে আসবে,’’ বলেন ট্রাম্প৷ তিনি ‘‘জাতীয় ঐক্যের কল্যাণে’’ বিলটিতে স্বাক্ষর করেছেন, বলে ট্রাম্প যোগ করেন৷

কে কার বিরুদ্ধে

রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থা আরোপ সংক্রান্ত বিলটি মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ, অর্থাৎ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ও সেনেটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত হয়েছে৷ বিলের একটি সূত্র অনুযায়ী প্রেসিডেন্ট তাঁর একক ক্ষমতার বলে এই শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করতে পারবেন না৷ অপরদিকে কংগ্রেসে বিলটির যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তার ফলশ্রুতি স্বরূপ প্রেসিডেন্ট তাঁর ভেটো নিয়োগ করে বিলটিকে রুখতে পারবেন না৷

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও ক্রাইমিয়া দখল, প্রধানত এই দু'টি কারণে রাশিয়ার বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করছে এই বিল৷ শাস্তিমূলক ব্যবস্থার মূল লক্ষ্য হলো রাশিয়ার জ্বালানি শিল্প, বিশেষ করে তার রপ্তানি ব্যবসা – যা পরোক্ষভাবে ইউরোপীয় ইউনিয়নকে প্রভাবিত করবে, কেননা ইইউ-এর কাঁচা জ্বালানি শক্তির একটা বড় অংশ আসে রাশিয়া থেকে; দ্বিতীয়ত, রাশিয়া থেকে বালটিক সাগর হয়ে জার্মানিতে প্রাকৃতিক গ্যাস প্রেরণ সংক্রান্ত ‘নর্ড স্ট্রিম ২’ প্রকল্পটিতে জার্মানি ও অস্ট্রিয়ার একাধিক বড় জ্বালানি সংস্থা সংশ্লিষ্ট – এই বিল অনুযায়ী সেই সব সংস্থার উপর দণ্ড আরোপ করা চলতে পারে৷

ট্রাম্প, তাঁর পরিবারের কিছু সদস্য ও একাধিক নির্বাচনি সহযোগীর বিরুদ্ধে যখন রুশ কূটনীতিক ও অপরাপর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ ও যোগসাজসের ব্যাপারে তদন্ত চলেছে, তখন কংগ্রেসের এই ‘বাইপার্টিজান’, অর্থাৎ রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যদের যৌথ পদক্ষেপকে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক রিপাবলিকান দলের অভ্যন্তরে প্রেসিডেন্টের প্রতি আস্থাহীনতা, অন্যদিকে সাধারণভাবে কংগ্রেস তথা মার্কিন রাজনীতিকদের স্বাধীনতা ঘোষণা হিসেবে গণ্য করছেন৷ ট্রাম্প যখন তাঁর ঘোষিত লক্ষ্য অনুযায়ী মস্কোর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে সচেষ্ট, তখন এই বিল সেই প্রচেষ্টার বিপরীত দিক নির্দেশ করছে – আসল সংঘাত সম্ভবত সেখানেই৷

রুশ প্রতিক্রিয়া

রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন যে, এই শাস্তিমূলক ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটার সব আশার অন্ত ঘটিয়েছে৷ তাঁর ফেসবুক পোস্টে মেদভেদেভ দাবি করেন যে, ‘‘কংগ্রেসের কাছে সবচেয়ে অপমানজনক ভাবে প্রশাসনিক কর্তৃত্ব সমর্পণ করে ট্রাম্প প্রশাসন তাদের পূর্ণ অক্ষমতা প্রদর্শন করেছে৷’’ এই শাস্তিমূলক ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের’ সমতুল, বলে মেদভেদেভ যোগ করেন৷

ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করার আগেই রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে রাশিয়ায় তাদের কূটনৈতিক কর্মীসংখ্যা কমানোর নির্দেশ দেয় – পর্যবেক্ষকরা যাকে ক্রেমলিনের তরফে অপেক্ষাকৃত মৃদু প্রতিক্রিয়া হিসেবেই গণ্য করছেন৷ পর্যবেক্ষকদের মতে, মস্কো এখনও ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটার আশা পুরোপুরি ত্যাগ করেনি৷

ইউরোপের উদ্বেগ

ট্রাম্প তাঁর বিবৃতিতে বলেছেন যে, তাঁর প্রশাসন বিলটিতে কিছু পরিবর্তন আনার জন্য মার্কিন কংগ্রেসের সাথে কাজ করেছে; ‘নর্ড স্ট্রিম ২’ পাইপলাইন নিয়ে ইউরোপীয় মিত্রদেশগুলির উদ্বেগের বিষয়টিও তার মধ্যে ছিল৷

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ-ক্লোদ ইয়ুঙ্কার বুধবার জার্মান সরকারি টেলিভিশন কেন্দ্র এআরডিকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইইউ-এর কিছু কিছু দুশ্চিন্তা বিবেচনা করেছে৷ কিন্তু তিনি পুনরায় ব্রাসেলসের অবস্থানের পুনরাবৃত্তি করেন যে, মার্কিন শাস্তিমূলক ব্যবস্থা যদি ইউরোপীয় শিল্পসংস্থাগুলির হানি ঘটায়, সেক্ষেত্রে ইইউ ‘‘কয়েক দিনের মধ্যে’’ পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত

বিলটিতে ইরান ও উত্তর কোরিয়ার উপর শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করা হয়েছে প্রধানত এই দু'টি দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে – যদিও ইরানের ক্ষেত্রে স্বদেশে মানবাধিকার ভঙ্গ ও মধ্যপ্রাচ্যে ‘‘স্থিতি হানিকর গতিবিধি’’ এবং উত্তর কোরিয়ার ক্ষেত্রে দাস শ্রমিকদের ব্যবহারও শাস্তিমূলক ব্যবস্থা জোরদার করার কারণ হিসেবে দেখানো হয়েছে৷ তেহরানের মতে এই শাস্তিমূলক ব্যবস্থা ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পরমাণু চুক্তির ‘‘বয়ান ও মনোভাবের’’ বিরোধী৷

এসি/ডিজি (এপি, রয়টার্স, এএফপি)