1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুশ বিশ্বকাপে তৃতীয় বেলজিয়াম

১৪ জুলাই ২০১৮

রুশ বিশ্বকাপে দ্বিতীয় দেখাতেও প্রতিশোধ নেয়া হলো না ইংল্যান্ডের৷ গ্রুপ পর্বের চেয়েও দ্বিগুণ ব্যবধানে ০-২ গোলে হারতে হলো বেলজিয়ামের কাছে৷

https://p.dw.com/p/31Sgy
FIFA WM 2018 Belgien gegen England
ছবি: Reuters/A. Vaganov

এর আগে গ্রুপ পর্বের দেখায় ০-১ গোলে বেলজিয়ামের কাছে হারতে হয়েছিলো ইংল্যান্ডকে৷ অথচ এই বিশ্বকাপে দেখা হওয়ার আগের ২১ দেখায় মাত্র একবারই হেরেছিলো ইংল্যান্ড৷ এর মধ্যে ১৫টি ছিল জয়, ৫টি ড্র৷

সেইন্ট পিটার্সবার্গে খেলা শুরুর মাত্র ৩ মিনিট ৩৭ সেকেন্ডেই ইংল্যান্ডকে ব্যাকফুটেঠেলে দেন থমাস মুনিয়ে৷ কাউন্টার অ্যাটাক থেকে বাম দিকে অনেকখানি জায়গা পেয়ে যান চাদলি৷

ডি বক্সের ঠিক বাইরে থেকে দেয়া পাসে পিছলে এসে পা ছোঁয়ান মুনিয়ে৷ এত কাছ থেকে ঝাঁপ দেয়ার চেষ্টাও করতে পারেননি ইংলিশ গোলকিপার৷

বিশ্বকাপ ইতিহাসে বেলজিয়ামের করা দ্রুততম গোল এটি৷

বলের দখলে পুরো ম্যাচেই কিছুটা এগিয়ে ছিল ইংল্যান্ড৷ তবে সেটা শুধুই মধ্যমাঠে৷ মাঝে মধ্যেই ইংলিশ রক্ষণবিভাগে আক্রমণ শানালেও প্রথমার্ধে আর সফলতা পাননি লুকাকুরা৷

কিন্তু বিরতির পর দারুণ এক আক্রমণে যায় ইংল্যান্ড৷ রাশফোর্ডের দেয়া পাস থেকে বল পেয়ে ডিফেন্ডারদের পাশ কাটিয়ে সামনে চলে যান এরিক ডায়ার৷ বল ধরতে মাটিতে ঝাঁপিয়ে পড়েন গোলরক্ষক৷ কিন্তু তাঁকে ফাঁকি দিয়ে তাঁর ওপর দিয়ে বল পাঠিয়ে দেন জালের দিকে৷

নিশ্চিত গোলের দিকেই তাকিয়ে ছিলেন ডায়ার, কিন্তু বল গোললাইন ক্রস করার ঠিক আগ মুহূর্তে ছুটে এসে পা বাড়িয়ে ঠেকিয়ে দেন টবি আল্ডারভাইরেল্ড৷

এমন দারুণ সুযোগ পরবর্তী সময়ে আর মেলেনি ইংলিশ দলের৷ বরং ৮২ মিনিটে রীতিমতো হাঁটতে হাঁটতেই আরো এক গোল দিয়ে বসে বেলজিয়াম৷ ডে ব্রুইনের পাস থেকে আস্তে করে বল জালে জড়ান হাজার্ড৷

বিশ্বকাপে এটিই বেলজিয়ামের সেরা সাফল্য৷ এর আগে ১৯৮৬ সালে  তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেললেও তাতে ফ্রান্সের সাথে ৪-২ গোলে হারতে হয়েছিল বেলজিয়ামকে৷