1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেলে জন্ম নবজাতকের নাম হলো রেলমন্ত্রীর নামে

১০ জানুয়ারি ২০১১

চলন্ত ট্রেনে জন্ম নিলো মমতা ব্যানার্জি৷ তবে এই মমতা ভারতের রেলওয়ে মন্ত্রী নন৷ ভারতের বারুনি এক্সপ্রেসে জন্ম নেওয়া এক নবজাতকের নাম রাখা হয়েছে মমতা ব্যানার্জি৷

https://p.dw.com/p/zvpB
ছবি: AP

ঘটনাটি ঘটেছে ভারতে৷ শনিবার বারুনি এক্সপ্রেস ট্ট্রেনে চড়ে যাচ্ছিলেন সন্তানসম্ভবা যাত্রী আরতি৷ সঙ্গে ছিলেন তাঁর শ্বশুর দয়ানন্দ৷ ট্রেনের মধ্যেই শুরু হয় আরতির প্রসব বেদনা৷ ডাক্তার নেই, নার্স নেই৷ তাতে কী? ট্রেনের অন্যান্য নারী যাত্রীরা সাহায্য করার জন্য এগিয়ে আসলেন৷ ট্রেনটি যখন ছুটে চলছিলো কুরুক্ষেত্র এবং কার্নালের মাঝামাঝি একটি জায়গা দিয়ে৷ সেইসময় জন্ম নিলো কন্যাশিশুটি৷ জন্ম যেহেতু ট্রেনে, তাই নাম রাখা হয়েছে দেশটির রেলওয়ে মন্ত্রীর নামে৷ শিশুটির দাদা দয়ানন্দ বলেন, ‘‘যেহেতু এই শিশু চলন্ত ট্রেনে জন্ম নিয়েছে৷ তাই আমরা ওর নাম মমতা ব্যানার্জি রাখার সিদ্ধান্ত নিয়েছি৷ মমতার জন্ম নেওয়াতে আমরা খুবই খুশি৷''

Mamata Banerjee Trinamul Congress
মমতা ব্যানার্জি,যার নামে রাখা হলো নবজাতকের নামছবি: AP

রেলওয়ে পুলিশ কর্তৃপক্ষ বলছে, ট্রেনটি যখন চন্ডিগড় থেকে ১১০ কিলোমিটার দূরে কুরুক্ষেত্র শহর ছেড়ে যাচ্ছিলো তখন আরতির প্রসব বেদনা শুরু হয়৷ এই খবর পেয়ে রেলওয়ে পুলিশ জরুরি ভিত্তিতে তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য কুরুক্ষেত্রের পরের স্টেশন কার্নালে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাখে৷ কিন্তু তার আগেই ট্রেনের অন্যান্য নারী যাত্রীদের সহায়তায় ট্রেনের মধ্যেই জন্ম নেয় শিশুটি৷ ট্রেনটি কার্নালে পৌঁছার পর সদ্যজাত সন্তানসহ আরতিকে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কার্নাল বেসরকারি হাসপাতালে৷ ঐ হাসপাতালের চিকিৎসক কিরণ বালা জানিয়েছেন, মা ও শিশু দু'জনই সুস্থ আছে৷ আর শিশুটির দাদা জানালেন, মমতার আগেও আরতি দু'টি কন্যা সন্তানের জন্ম দিয়েছে৷ তবে তাঁর আগের কন্যা দু'টির জন্ম কিন্তু ট্রেনে হয়নি৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী