1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতিসংঘে পাঁচ দফা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

২২ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকটের সমাধান হিসেবে পাঁচ দফা পরিকল্পনা তুলে ধরেন৷ এই নিয়ে ১৪ বার জাতিসংঘ ভাষণ দিলেন তিনি৷

https://p.dw.com/p/2kVg5
ছবি: picture-alliance/ZUMAPRESS.com

বাংলায় দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গাদের দেখতে গিয়ে তাঁর অভিজ্ঞতার কথা জানান৷ বাংলাদেশ বর্তমানে মিয়ানমার থেকে আসা আট লক্ষের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে বলে জানান তিনি৷ এর মধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসেব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে চার লক্ষ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে৷

এই রোহিঙ্গাদের অবশ্যই তাঁদের নিজ দেশে নিরাপদ ও সম্মানের সঙ্গে ফিরে যাওয়ার অনুমতি দিতে হবে বলে মন্তব্য করেন হাসিনা৷ তবে রোহিঙ্গারা যেন মিয়ানমারে ফিরতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন স্থাপন করা হয়েছে বলে মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি৷

জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণের একাংশ

রাখাইন রাজ্যে নৃশংসতা বন্ধে স্ব-উদ্যোগী হওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিবকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী৷

এদিকে, রোহিঙ্গা সংকটের সমাধানের লক্ষ্যে পাঁচটি পদক্ষেপ নেয়ার প্রস্তাব করেছেন তিনি৷ এগুলো হলো:

  • অনতিবিলম্বে এবং চিরতরে মিয়ানমারে সহিংসতা ও ‘জাতিগত নিধন’ নিঃশর্তে বন্ধ করা
  • অনতিবিলম্বে মিয়ানমারে জাতিসংঘের মহাসচিবের নিজস্ব একটি অনুসন্ধানী দল প্রেরণ করা
  • জাতি-ধর্ম নির্বিশেষে সকল সাধারণ নাগরিকের নিরাপত্তা বিধান করা এবং এ লক্ষ্যে মিয়ানমারের অভ্যন্তরে জাতিসংঘের তত্ত্বাবধানে সুরক্ষা বলয় গড়ে তোলা
  • রাখাইন রাজ্য হতে জোরপূর্বক বিতাড়িত সকল রোহিঙ্গাকে মিয়ানমারে তাদের নিজ ঘরবাড়িতে প্রত্যাবর্তন ও পুনর্বাসন নিশ্চিত করা
  • কোফি আনান কমিশনের সুপারিশমালার নিঃশর্ত, পূর্ণ এবং দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা

তবে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত মিয়ানমারে জাতিসংঘের উদ্যোগে সুরক্ষা বলয় গড়ে তুলতে চাইলে নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন হবে৷ কিন্তু সেখানে মিয়ানমারের সমর্থক চীনের ভেটো দেয়ার ক্ষমতা থাকায় অনুমোদন পাওয়া কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা৷

উল্লেখ্য, রাখাইন রাজ্যে চলা মিয়ানমার সামরিক বাহিনীর অভিযানকে ‘জাতিগত নিধন’ বলে আখ্যায়িত করেছে জাতিসংঘ৷ আর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এক ধাপ এগিয়ে একে ‘গণহত্যা’ বলে মন্তব্য করেছেন৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)