1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লঞ্চে ‘আইসোলেশন’ কেন্দ্র!

৪ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা দিতে বাংলাদেশের লঞ্চগুলোতে ‘আইসোলেশন সেন্টার’ তৈরি করা হবে৷ এমন তথ্য জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী৷

https://p.dw.com/p/3aSJY
সাম্প্রতিক ছবিছবি: DW/S. Hossain

শনিবার প্রতিমন্ত্রী লঞ্চ মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন৷ সেখান থেকেই লঞ্চে আইসোলেশন সেন্টার খোলার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ এই বিষয়ে লঞ্চ মালিকরা সম্মত হয়েছেন বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই তথ্য জানিয়েছে৷

প্রতিমন্ত্রী বলেন, ‘‘লঞ্চগুলোতে আইসোলেশন সেন্টার করা হলে উপকূলীয় অঞ্চলে যেখানে করোনা ভাইরাসের চিকিৎসা পৌঁছেনি, সেখানে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে এ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ হবে৷’’

সরকারি ঘোষণায় যোগাযোগ বন্ধ থাকায় এই মুহূর্তে দক্ষিণ বঙ্গের লঞ্চগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে৷ সেগুলোকে কিভাবে নিরাপদ জায়গায় আনা যায় সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী৷ বলেন, ‘‘করোনা ভাইরাস সংক্রান্ত সংকট থেকে উত্তরণ না হওয়া পর্যন্ত সরকার নৌযান শ্রমিকদের পাশে থেকে সহযোগিতা করবে৷’’

এফএস/এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

৩১ মার্চের ছবিঘর দেখুন... 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান