1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাইবেরিয়ায় নির্বাচনে এগিয়ে উইয়াহ

১৩ অক্টোবর ২০১৭

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার থেকে ফল প্রকাশ করা শুরু করেছে নির্বাচন কমিশন৷ এতে জর্জ উইয়াহর এগিয়ে থাকার আভাস পাওয়া গেছে৷

https://p.dw.com/p/2llj8
George Weah
ছবি: picture-alliance/empics

লাইবেরিয়ার মোট ১৫টি কাউন্টির মধ্যে ১৪টিতে এগিয়ে আছেন উইয়াহ৷ আর বর্তমান ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই তাঁর নিজের কাউন্টিতে এগিয়ে আছেন৷ মোট ২০ জন প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছেন৷

নির্বাচন কমিশনের প্রধান জেরোমে কোরকোয়া বলেছেন, যতটুকু ফল প্রকাশ করা হয়েছে, তা মোট ভোটের খুবই সামান্য অংশ৷ তাই এখনই সমর্থকদের নিজেদের দলকে বিজয়ী ঘোষণা করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি৷ 

সংবিধান অনুযায়ী, ১৫ দিনের মধ্যে ফল ঘোষণা করতে বাধ্য নির্বাচন কমিশন৷ কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে রান-অফ ভোট অনুষ্ঠিত হবে৷ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, উইয়াহ ও বোয়াকাইয়ের মধ্যে রান-অফ অনুষ্ঠিত হতে পারে৷ এবং নভেম্বরের ৭ তারিখ সেটি হতে পারে৷

ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য পশ্চিমা নির্বাচন পর্যবেক্ষক সংস্থা মঙ্গলবারের ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে৷

নির্বাচনে বিজয়ী প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফের স্থলাভিষিক্ত হবেন৷ গৃহযুদ্ধ থেকে সদ্য বেরিয়ে আসা একটি দেশ গড়তে এবং ইবোলা মোকাবিলায় নেয়া তাঁর পদক্ষেপের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন তিনি৷ ২০০৬ সালে আফ্রিকা মহাদেশের প্রথম নির্বাচিত নারী রাষ্ট্রপ্রধান হিসেবে লাইবেরিয়ার প্রেসিডেন্ট হন সারলিফ৷ ২০১১ সালে তিনি যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন৷

সারলিফের কাছ থেকে যিনি নতুন দায়িত্ব নেবেন সেটি হবে গত সাত দশকের মধ্যে লাইবেরিয়ায় প্রথম শান্তিপূর্ণ দায়িত্ব হস্তান্তর৷

আফ্রিকার সেরা ফুটবলার

১৯৯৫ সালে আফ্রিকার প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি অ'র জিতেছিলেন জর্জ উইয়াহ৷ তারপর থেকে এখন পর্যন্ত আর কোনো আফ্রিকান ফুটবলারের এটি জেতা হয়নি৷ ফ্রান্সের মোনাকো, পিএসজি, ইটালির এসি মিলানসহ ইংল্যান্ডের দুটি ক্লাবে তিনি ফুটবল খেলেছেন৷ তবে লাইবেরিয়ার কখনও বিশ্বকাপ খেলা হয়নি বলে বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে বিশ্বকাপে দেখা যায়নি৷

জেডএইচ/এসিবি (এপি, এএফপি)