1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাহোরে সন্ত্রাস

২৮ মার্চ ২০১৬

শহরের ইকবাল টাউন এলাকার একটি পার্কে শিশুদের খেলার জায়গার কাছে বোমাটি ফাটায় এক আত্মঘাতী বোমারু৷ তেহরিক-ই-তালেবানের একটি দলছুট গোষ্ঠী এই আক্রমণের জন্য নিজেদের দায়ী বলে ঘোষণা করেছে৷

https://p.dw.com/p/1IKln
Paksitan Lahore Anschlag Kinderspielplatz Selbstmordattentat Polizei
ছবি: Getty Images/AFP/F.Naeem

সোমবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭২-এ; আহতের সংখ্যা ৩০০ কিংবা তার বেশি৷ নিহতদের মধ্যে ২৯ জন শিশু, এছাড়া অনেক মহিলা, বলে জানিয়েছেন ত্রাণকর্মীরা৷ হাসপাতালে যাদের নিয়ে যাওয়া হয়েছে, তাদের অনেকের অবস্থা উদ্বেগজনক৷

গুলশান-ই-ইকবাল পার্কটি লাহোরের একটি সমৃদ্ধ এলাকায়৷ এই শহর শুধু পাঞ্জাব প্রদেশের রাজধানীই নয়, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নিজের শহর৷ পার্কটিও শহরের একটি সম্ভ্রান্ত এলাকায়৷ ইস্টার রবিবার উপলক্ষ্যে এখানে বহু মানুষের ভিড় হয়েছিল, বিশেষ করে খ্রিষ্টানদের৷ জামাত-উল-অহরার হার্ডলাইন গোষ্ঠীর মুখপাত্র এহানসুল্লাহ এহসান পরে এএফপি সংসাদ সংস্থাকে টেলিফোনের মাধ্যমে জানিয়েছেন যে, খ্রিষ্টানরাই এই আক্রমণের লক্ষ্য ছিল এবং আগামীতে এ-ধরনের আরো আক্রমণ ঘটবে৷ এহসান বলেন, ‘‘আমরা প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে এই বার্তা পাঠাতে চাই যে, আমরা লাহোরে প্রবেশ করেছি৷''

লাহোরের ঘটনায় সারা বিশ্ব সচকিত, সন্ত্রস্ত, বিমূঢ়৷ জাতিসংঘের মহাসচিব বান-কি-মুন এই আক্রণের নিন্দা করেছেন৷ ভ্যাটিকানের তরফ থেকে ‘‘সংখ্যালঘু খ্রিষ্টানদের বিরুদ্ধে উগ্রপন্থি সহিংসতার'' নিন্দা করা হয়েছে৷ জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ‘‘সন্ত্রাস ও অমানবিক মতাদর্শের বিরুদ্ধে যৌথ সংগ্রাম'' চালিয়ে যাবার অভিপ্রায় ঘোষণা করা হয়েছে৷

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই তাঁর টুইট করা বিবৃতিতে বলেছেন, ‘‘পাকিস্তান আর বিশ্বকে একত্রিত হতে হবে৷ প্রত্যেকটি জীবনই মূল্যবান, তাকে সম্মান ও সুরক্ষা দিতে হবে৷''

ভারতে বিশেষ করে বলিউড অভিনেতা-অভিনেত্রীরা টুইটারে তাদের ক্ষোভ ও উষ্মা প্রকাশ করেছেন৷ শেখর কাপুর লিখেছেন, ‘‘না, জন্নত তোমার জন্য নয়, কেননা তুমি যে সব শিশুদের হত্যা করেছো, তোমার আত্মা চিরকাল তাদের মৃত্যুকালীন চিৎকার আর ক্রন্দনে আবদ্ধ থাকবে৷''

এসি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য