1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় বিক্ষোভকারীদের ওপর আবারও গুলি, ইন্টারনেট বন্ধ

২০ ফেব্রুয়ারি ২০১১

লিবিয়ায় বিক্ষোভকারীদের ওপর আবারও গুলি চালালো নিরাপত্তা বাহিনী৷ এছাড়া মিশরের পথ অনুসরণ করে ইন্টারনেট যোগাযোগও বন্ধ করে দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/10Kd8
৪১ বছর ধরে ক্ষমতায় গদ্দাফিছবি: picture-alliance/dpa

সর্বশেষ পরিস্থিতি

লিবিয়ায় সরকার বিরোধী আন্দোলন চলছে মূলত বেনগাজি শহরে৷ এটি পূর্বাঞ্চলীয় একটি বন্দর নগরী৷ গতকাল শনিবার ছিল বিক্ষোভের পঞ্চম দিন৷ এর আগে তিন দিন নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছিল বলে খবর পাওয়া গেছে৷ যেটা গতকালও অব্যাহত ছিল৷ গতকালের ঘটনায় ১৫ জন মারা যাওয়ার খবর দিয়েছে আল-জাজিরা৷ স্থানীয় এক হাসপাতালের ডাক্তারের বরাত দিয়ে এই খবর প্রচার করা হয়েছে৷

এদিকে রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেছে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে৷ তবে তারা নির্দিষ্ট কোনো সংখ্যা বলতে পারে নি৷

উল্লেখ্য, আন্দোলন শুরু হওয়ার পর থেকে সেখানে বিদেশি সংবাদ মাধ্যমের কর্মীদের সংবাদ সংগ্রহের অনুমতি দেয়া হচ্ছে না৷ তাই বিক্ষোভের আসল পরিস্থিতি ও হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে জানা অনেকটা কঠিন হয়ে পড়েছে৷

এর আগে শুক্রবার পর্যন্ত আন্দোলনে মোট ৮৪ জন মারা যাওয়ার খবর দিয়েছিল মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ'৷ তবে বেনগাজি শহরে ‘ভয়ংকর' পরিস্থিতি বিরাজ করছে বলে জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলো৷

এদিকে মিশরের মত লিবিয়াতেও ইন্টারনেট যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন একটি সংস্থা৷ যারা ইন্টারনেট মনিটরিং-এর কাজ করে থাকে৷ এছাড়া ফেসবুক ও আল-জাজিরা'র আরবি সার্ভিসের প্রচারও বন্ধ করে দেয়া হয়েছে৷

বিভিন্ন দেশের নাগরিক গ্রেপ্তার

লিবিয়ার সরকারি বার্তা সংস্থা ‘জানা' বলছে, দেশটিতে অস্থিরতা ছড়িয়ে দেয়ার অভিযোগে আরব বিশ্বের বিভিন্ন দেশের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তারা লিবিয়ার নাগরিকদের নিরাপত্তা ও জাতীয় ঐক্য নষ্টের পাঁয়তারা করছিল বলেও অভিযোগ আনা হয়েছে৷ গ্রেপ্তারকৃতরা মিশর, টিউনিশিয়া, সুদান, প্যালেস্টাইন, সিরিয়া ও তুরস্কের নাগরিক বলে জানা গেছে৷

প্রতিক্রিয়া

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন বিক্ষোভকারীদের দমনে ভারী অস্ত্রের ব্যবহারের ঘটনা গ্রহণযোগ্য নয়৷ এছাড়া খবর প্রচারে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা সম্পর্কে তিনি বলেন, টিভি ক্যামেরা দিয়ে বিক্ষোভের ছবি দেখাতে না দেয়ার মানে এই নয় যে, বিশ্ববাসী আন্দোলনকারীদের বিরুদ্ধে নেয়া সরকারের পদক্ষেপ নিয়ে ভাববে না৷ এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলায় ‘গভীর উদ্বেগ' প্রকাশ করেছেন এবং ‘শান্তিপূর্ণ আলোচনা' শুরুর জন্য লিবিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়