1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শনাক্ত লাখ ছাড়াল

১৮ জুন ২০২০

বাংলাদেশে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা এখন এক লাখ দুই হাজার ২৯২ জন৷ মোট মৃত্যুবরণ করেছেন এক হাজার ৩৪২ জন৷

https://p.dw.com/p/3dy9N
Bangladesch Dhaka | Coronavirus | Test-Zentrum
ছবি: Reuters/M.P. Hossain

বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয়া হয় আট মার্চ৷ এরপর প্রায় নিয়মিতই রোগী শনাক্ত হয়েছে৷ পরীক্ষা যত বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে সংখ্যাও বেড়েছে৷ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগী পাওয়া গেছে ৩ হাজার ৮০৩ জন৷ যার মধ্য দিয়ে ১০২তম দিনে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেল৷ বৃহস্পতিবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা৷

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়৷ এখন পর্যন্ত পরীক্ষার সংখ্যা পৌঁছেছে পাঁচ লাখ ৬৭ হাজার ৩০৯ টিতে৷ বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ২৩.৩৯ শতাংশ৷ নতুন ৩৮ জনসহ মোট মৃত্যুবরণ করেছেন এক হাজার ৩৪৩ জন৷

ব্রিফিংয়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদও বক্তব্য রাখেন৷ তিনি বলেন, ‘‘বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী করোনা পরিস্থিতি এক, দুই বা তিন মাসে শেষ হচ্ছে না৷ এটি দুই থেকে তিন বছর বা তার চেয়েও বেশিদিন স্থায়ী হবে৷ যদিও সংক্রমণের মাত্রা উচ্চহারে নাও থাকতে পারে৷’’

সামনের দিনে উপজেলা পর্যন্ত পরীক্ষার ব্যবস্থা, জেলা পর্যায়ে হাসপাতালে আইসিইউসহ হাসপাতালগুলোতে সক্ষমতা বাড়ানোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি৷

এফএস/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান