1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শপিংমলে ঘৃণাসূচক কথা, নারী আটক

৯ অক্টোবর ২০১৮

অ্যামেরিকার কলোরাডোতে এক সুপারশপে কেনাকাটা করতে এসেছেন দুই হিস্পানিক নারী৷ কেনাকাটার এক পর্যায়ে তাঁরা নিজেদের মধ্যে কথা বলছিলেন স্প্যানিশ ভাষায়৷

https://p.dw.com/p/36CZj
Deutschland Frauen im Beruf - Kassiererin
ছবি: picture-alliance/dpa/P. Pleul

তাতেই মেজাজ চড়লো এক শেতাঙ্গ নারীর৷ বাজে ভাষায় ধমকাতে থাকেন তাঁদের৷ ওই নারীর দাবি, নিজেদের বাড়িতে যে-কোনো ভাষায় কথা বললেও প্রকাশ্যে সবাইকে কথা বলতে হবে ইংরেজিতেই৷

লিন্ডা ডয়ার নামের ৬৪ বছর বয়স্ক সেই নারীর চিৎকার-চেঁচামেচিতে কোণঠাসা হয়ে পড়েন দুই হিস্পানিক নারী৷

কিন্তু তাঁদের পাশে এসে দাঁড়ালেন আরেক নারী ক্রেতা কামিরা ট্রেন্ট৷ অপেক্ষাকৃত কম বয়সের এই নারী শুরু করলেন পালটা আক্রমণ৷ শপিং মল থেকে বের না হয়ে গেলে ডয়ারকে পুলিশে দেয়ার হুমকিও দেন ট্রেন্ট৷

অন্য প্রজন্মের বলে বিষয়টা বুঝতে পারছেন না- ডয়ারের এমন কথার প্রেক্ষিতে ট্রেন্ট বলেন, ‘‘না, একেবারেই না৷ আমি সম্মান করতে জানি৷''

এরপর বাইরে যেতে যেতে ডয়ার বলছিলেন, ‘‘তোমরা তোমাদের দেশ হারাবে৷'' জবাবে ট্রেন্ট চিৎকার করে বলতে থাকেন, ‘‘তুমি হিস্পানিকদের হয়রানি করতে পারো না৷''

মোবাইল ফোনে ধারণ করা এ ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷ ঘৃণা ছড়ানোর অভিযোগে ডয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য