1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থীদের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিতের চেষ্টা

৭ জুলাই ২০২১

সংঘাত থেকে বাঁচতে কঙ্গো থেকে পালিয়ে অনেক মানুষ পশ্চিম উগান্ডার নাকিভ্যালি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন৷ তাদের খাবার পানির উৎস পাশের নাকিভ্যালি লেক৷ কিন্তু সেখানকার পানিতে অনেক জীবাণু আছে৷

https://p.dw.com/p/3w8U3
ছবি: DW

একটি সংগঠন শরণার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে ফিল্টার স্থাপন করেছে৷ বাড়িতেও ফিল্টারের ব্যবস্থা করছে তারা৷

নাকিভ্যালি শরণার্থী শিবিরে প্রায় এক লাখ ৩০ হাজার মানুষ বাস করেন৷ এদের মধ্যে দিনা নাবিন্তু একজন৷ ছয় বছর আগে বিদ্রোহীদের হাতে তার স্বামী মারা যাওয়ার পর কঙ্গো থেকে পালিয়ে আসেন তিনি৷

পাশের নাকিভ্যালি লেক থেকে তিনি খাওয়ার পানি সংগ্রহ করেন৷ পশুপাখিরাও ঐ লেকের পানি খায়৷ পানিতে অনেক জীবাণু আছে৷

দূষিত পানি পান করায় উগাণ্ডায় প্রতিবছর প্রায় ২০ হাজার শিশু পানিবাহিত রোগে মারা যায়৷

অত্যধিক তাপে জীবাণু মারা যায়৷ তাই দিনা নাবিন্তু পানি ফুটিয়ে পান করেন৷ তার পাঁচ সন্তান রয়েছে৷ তিনি জানান, তিনি কাঠকয়লা দিয়ে পানি ফোটান৷ ওটা না পাওয়া গেলে কাঠ ব্যবহার করেন৷

শরণার্থীদের জন্য বিশুদ্ধ পানি

এর ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে৷ কাঠকয়লার জন্য গাছ কাটা পড়ছে৷ স্থাপনা নির্মাণের জন্যও জঙ্গল পরিষ্কার করতে হচ্ছে৷

তবে বিশুদ্ধ পানি পাওয়ার অন্য উপায়ও আছে৷ সাওদা বিরুঞ্জি ও হেনরি ওথিয়েনো ‘তুশাফিশা’ নামে এক সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যারা কম মূল্যে স্বয়ংক্রিয় পানির ফিল্টার তৈরি করে৷

সাওদা বিরুঞ্জির এক ভাই দূষিত পানি পান করে কলেরায় মারা গেছে৷ বিশুদ্ধ পানি একটা মানবাধিকার এবং তুশাফিশা এর জন্য লড়াই করছে৷

বাড়িতে ব্যবহারের জন্য সাধারণ কিন্তু খুব ভালো কাজ করে, এমন একটি ফিল্টারও বানিয়েছে তুশাফিশা৷ হেনরি ওথিয়েনো বলেন, ‘‘এই ফিল্টার গ্রানাইট দিয়ে পানি পরিষ্কার করে৷ এখানে দুটি পাত্র ব্যবহৃত হয়৷ উপরের পাত্রে থাকে গ্রানাইট৷ আর নীচেরটাতে বিশুদ্ধ পানি জমা হয়৷’’

মাইক্রো অর্গানিজম কয়েকদিনের মধ্যে গ্রানাইটে আটকে যায়৷ ফলে প্রাকৃতিক উপায়ে পানি বিশুদ্ধ হয়৷ ওথিয়েনো জানান, শুধুমাত্র পানি ও বাতাস গ্রানাইটের মধ্য দিয়ে যেতে পারে৷ ফলে নীচের পাত্রে শুধু বিশুদ্ধ পানি জমা হয়৷

গ্রানাইটে ময়লা জমে গেলে সেটা পরিষ্কার করে আবার ব্যবহার করা যায়৷

ফিল্টার ব্যবহার করে দিনা নাবিন্তু কাঠকয়লা কেনার টাকা বাঁচাতে পারেন৷ সেই সঙ্গে পরিবেশেরও উপকার হয়৷ এছাড়া আরও একটি সুবিধা আছে বলে জানান সাওদা বিরুঞ্জি৷ তিনি বলেন, ‘‘আমরা যখন কোথাও গিয়ে বড় ফিল্টার বসাই তখন ঐ সমাজে বাস করা নারীদেরও প্রশিক্ষণ দেই, যেন তাদের বাড়িতে বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকে৷ তারা অন্যদেরও প্রশিক্ষণ দিতে পারেন৷ এছাড়া এমন ফিল্টার তৈরি করে বিক্রি করে অতিরিক্ত অর্থ আয় করতে পারেন৷’’

সাওদা বিরুঞ্জি ও হেনরি ওথিয়েনো সেন্ট্রাল উগান্ডায় গ্রানাইট ব্যবহার করে প্রথমবারের মতো একটি বড় আকারের ফিল্টার স্থাপন করেছেন৷

গেবহার্ট/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য