1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুকে দুধ না দেয়ায় মায়ের বিরুদ্ধে বাবার অভিযোগ

রাজীব চক্রবর্তী নতুন দিল্লি
২ মে ২০১৮

ভারতের দিল্লিতে জন্ম নেয়া এক নবজাতকের মায়ের বিরুদ্ধে তার শিশুকে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত করার অভিযোগ এনেছেন শিশুটির বাবা৷ এ ব্যাপারে তদন্ত করতে গিয়ে পুলিশ পেয়েছে আরও কিছু নতুন তথ্য৷

https://p.dw.com/p/2x21R
ছবি: picture-alliance/dpa-Zentralbild

গতবছর ৯ ডিসেম্বর বাঁ-‌হাতে পক্ষাঘাত রোগ নিয়ে দিল্লিতে ঐ শিশুকন্যার জন্ম হয়৷ তারপর চিকিৎসকরা কিছু সতর্কতা বাতলে দেন৷ সেইসঙ্গে কিছু ওষুধ ও নিয়মিত ব্যায়াম করানোর পরামর্শ দেয়া হয়৷ শিশুটি যে রোগে আক্রান্ত তার নাম ‘‌আর্বস পালসি' - যা দুই বাহুর পক্ষাঘাত৷ ‌জন্মের সময় কিছু জটিলতার কারণে প্রধান স্নায়ুতে আঘাত লেগে এই ধরণের ব্যাধি হয়ে থাকে বলে চিকিৎসকরা জানান৷

‘অসুস্থ শিশুর চিকিৎসার নানারকম পদ্ধতি আছে, মা-‌কে ওষুধ খাইয়েই চিকিৎসা করাতে হবে, এটা বাধ্যতামূলক হতে পারে না’

শিশুটির বাবা একজন আইনজীবী৷ সম্প্রতি তিনি তাঁর স্ত্রীর বিরুদ্ধে ‌সদ্যোজাত শিশুকে ছেড়ে যাওয়ার অভিযোগ আনেন৷ অভিযোগে তিনি লিখেছেন, শিশুকন্যাটির বয়স যখন মাত্র দুমাস, তখন তাকে ছেড়ে চলে যায় তার মা৷ বহু চেষ্টা করেও তাঁ‌কে আর ফিরিয়ে আনা যায়নি বলে অভিযোগ করেন বাবা৷ স্ত্রীর কোনো খোঁজও তাঁর কাছে নেই বলে জানান তিনি৷

তারপর পুলিশ তদন্তে নেমে একে একে রহস্য উন্মোচন শুরু করেছে৷ অভিযোগ, শিশুটির যখন মাত্র দু-‌মাস বয়স তখনই তাকে ছেড়ে চলে যায় তার মা৷ এর একমাস পর দিল্লি উচ্চ আদালতে হাজির হয়ে মা অসুস্থ শিশুটিকে নিজের কাছে রাখতে অস্বীকার করেছিলেন৷ আদালতকে তিনি জানিয়েছিলেন, সদ্যোজাত সন্তানের চিকিৎসার জন্য যে ধরণের ওষুধের পরামর্শ দেওয়া হয়েছে, সেই ওষুধে তাঁর এলার্জি রয়েছে৷

এরপর উচ্চ আদালত মামলাটি খারিজ করে দেয়৷ কিন্তু সুবিচার চেয়ে ট্রায়াল কোর্টের আর্জি জানিয়েছেন শিশুটির আইনজীবী বাবা৷

আদালতের নির্দেশে দিল্লি পুলিশের পেশ করা এক রিপোর্ট বলছে, শিশুটির মা-‌কে কেউ জোর করে আটকে রাখেনি৷ তিনি স্বেচ্ছায় তাঁর বাবা-‌মায়ের বাড়িতে চলে গেছেন৷ পুলিশ আরও জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ওই মহিলা অভিযোগ করেছেন, তাঁকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মেরে ফেলার ভয় দেখিয়েছেন৷ এবং তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছেন৷ তিনি আরও দাবি করেছেন, শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে ভয় দেখিয়েছেন, পণের দাবিতে অত্যাচারের অভিযোগ দায়ের করলে তাঁকে আর সংসারে ঠাঁই দেওয়া হবে না৷

তবে পুরো বিষয়টি নিখুঁতভাবে তদন্ত করে দেখার জন্য আরও কিছুটা সময় চেয়েছে পুলিশ৷ বলা হয়েছে, শিশুটির বাবা একটি লিখিত বিবৃতি জমা দিয়েছেন৷ তাতে তিনি শিশুটির শারীরিক অবস্থার বর্ণনা দিয়েছেন, সেইসঙ্গে কন্যাশিশুটির ওপর তার মায়ের ‘‌অত্যাচার'‌-‌এর বিবরণ দিয়েছেন৷

‌বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ অলোক পাত্র মনে করছেন, এর পেছনে রয়েছে দাম্পত্য কলহ৷ স্বামী-‌স্ত্রীর বৈবাহিক সম্পর্কে শীতলতার কারণে এই জটিলতা তৈরি হয়েছে৷ কেউ কাউকে ‘‌জমি'‌ ছাড়তে চাইছেন না৷ তাই শিশুটিকে আইনি-‌লড়াইয়ে টেনে আনা হয়েছে৷ শিশুকন্যাটি আদৌ স্বামী-‌স্ত্রী উভয়ের সম্মতিতে জন্ম নিয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি৷

‘পুরুষের কাছেতো নারীরা কোনোদিন সুরক্ষিত ছিল না, আমাদের আইন প্রণেতারা যেন আরেকটু সচেতন হন’

ডাঃ পাত্র ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘‌‘‌যে কোনও ধরণের অসুস্থ শিশুর চিকিৎসার নানারকম পদ্ধতি আছে৷ মা-‌কে ওষুধ খাইয়েই শিশুর চিকিৎসা করাতে হবে, এটা বাধ্যতামূলক হতে পারে না৷ তাছাড়া উল্টোদিকে, মা-‌যে দাবি করছেন, বিশেষ ওষুধে অ্যালার্জির কারণে তিনি ওষুধ খেতে পারবেন না, এটাও অনিবার্য নয়৷ সবকিছুরই বিকল্প পথ আছে৷ ঘটনা যতদূর জানা গেছে, তাতে মনে হচ্ছে, শিশুটিকে মাঝখানে রেখে আসলে তার বাবা-‌মা আইনি লড়াই চালাচ্ছেন৷ এটা কাম্য নয়৷ শিশুটির অধিকার অবশ্যই লঙ্ঘিত হচ্ছে৷ এটা দুর্ভাগ্যজনক৷ সমাজের পক্ষে লজ্জাজনকও বটে৷'‌'

এদিকে, পুরো ঘটনাটি সংবাদপত্র পড়ে জেনেছেন গৃহবধূ এবং একজন মা মিতালী পোদ্দার৷ নারী হিসেবে লজ্জা প্রকাশের পাশাপাশি সামাজিক অধঃপতন নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন তিনি৷ সেইসঙ্গে শিশুদের অধিকার রক্ষায় সব মহলের অবিলম্বে এগিয়ে আসা উচিত বলে মনে করছেন তিনি৷ তাঁর কথায়, ‘‘শিশুরা ভারতে বিপন্ন৷ জন্মের আগেই শিশুকন্যাদের মেরে ফেলার ঘটনা কারও অজানা নয়৷ জন্মের পর বড় হতে না হতেই কামদুনি থেকে কাঠুয়া এবং নির্ভয়াদের মতো ঘটনা ঘটে৷ কিন্তু ‘‌মা'‌ শব্দটা নিয়ে এতদিন সন্দেহ ছিল না৷ এখন তা-‌ও হল৷ কোনও মা সন্তানকে মেরে ফেলছেন৷ কেউ সন্তান বিক্রি করে দিচ্ছেন৷ কেউ আবার অসুস্থ সন্তানের দায়-দায়িত্ব ঝেড়ে ফেলে নিজের সুখের জন্য তাকে অস্বীকার করছেন৷ এর থেকে লজ্জার আর কি-‌ইবা হতে পারে?‌''‌

দিল্লির এই ঘটনা গোটা সমাজের চোখে আঙুল দিয়ে যে সমস্যার কথা দেখিয়েছে তার সমাধানে কী করা উচিত, তা-‌ও বলছেন মিতালী৷ তাঁর মতে, ‘‘‌‌পুরুষের কাছেতো নারীরা কোনোদিন সুরক্ষিত ছিল না৷ এখন এই সমস্যার সমাধানে শুধু উঁচু মহলের দিকে আঙুল তুললেই হবে না৷ আমাদের আইন, আইন প্রণেতারা যেন আরেকটু সচেতন হন৷ এই ধরণের নিম্নমানের ঘটনা বন্ধ করতে সকলকে সচেষ্ট হতেই হবে৷ শিশুদের সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রক্ষা করতে হবে আমাদের সকলকে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য