1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন হয়রানি, ফরাসি ডাক্তারের বিচার শুরু

১৩ মার্চ ২০২০

শত শত শিশুকে যৌন হয়রানি করার অভিযোগে বিচার শুরু হয়েছে ফরাসি এক ডাক্তারের৷ এসব শিশুর মধ্যে তার নিজের ভাইয়ের মেয়েসহ অনেক রোগীও রয়েছে৷

https://p.dw.com/p/3ZOLC
ছবি: picture-alliance/dpa/J. Stratenschulte

অবসরপ্রাপ্ত ফরাসি সার্জন জোয়েল ল্য স্কোয়ারনেক তিন দশক ধরে এ নির্যাতন চালিয়ে আসছিলেন৷ অন্তত ৩৪৯ জন শিশুকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে৷ এইসব শিশুর কারো কারো বয়স কেবল চার বছর৷ দেশটির ইতিহাসের সবচেয়ে বড় শিশু নির্যাতনের ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে এটিকে৷

শুক্রবার যেসব অভিযোগে তার বিচার শুরু হয়েছে তার মধ্যে ১৯৮৯ থেকে ১৯৯৯ সালের মধ্যে নিজের ভাইয়ের দুই মেয়ে, হাসপাতালের চার বছর বয়সি এক রোগী এবং ছয় বছর বয়সি এক প্রতিবেশীকে হয়রানির অভিযোগ রয়েছে৷

এইসব অভিযোগের মধ্যে প্রতিবেশীর অভিযোগটি সবার আগে সামনে আসে ২০১৭ সালে৷ এরপর তদন্তে নেমে এমন শত শত শিশুকে নির্যাতনের অভিযোগ গোয়েন্দাদের সামনে আসে৷

তদন্তকারীরা বলছেন, শিশুরা চিকিৎসার জন্য তার চেম্বারে আসার পর তাদের একা পেলেই যৌন হয়রানির চেষ্টা করতেন চিকিৎসক৷ কিছু যাতে মনে না থাকে এজন্য একেবারে অল্প বয়সের শিশুদের তিনি বেছে নিতেন বলেও জানিয়েছেন তদন্তকারীরা৷

স্কোয়ারনেকের বাসায় তল্লাশি চালিয়ে শিশু পর্নোগ্রাফির তিন লাখেরও বেশি ছবি পাওয়া গেছে৷ একই সঙ্গে নিজের নোটবইয়ে ১৯৮৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত নিজের করা শিশু নির্যাতনের বিস্তারিত লিখেও রেখেছেন তিনি

নোটবুকে নাম পাওয়া ২২৯ জনের সঙ্গে কথা বলেছে পুলিশ৷ এর মধ্যে ২০০ জন লিখিত অভিযোগ দায়ের করলে জানা যায়, ঘটনার সময় এদের ১৮১ জনই ছিল অপ্রাপ্তবয়স্ক৷ এখন পর্যন্ত ৩৪৯টি মামলা নিবন্ধিত হয়েছে চিকিৎসকের বিরুদ্ধে৷

এডিকে/এসিবি (এপি, এফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য