1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুধু বিছানায় শুয়ে থেকে ১৬ লক্ষ টাকা!

২৯ মার্চ ২০১৯

জার্মানির মহাকাশবিজ্ঞানীরা খুঁজছেন এমন মানুষ, যাদের কাজ হবে ৬০ দিন স্রেফ শুয়ে থাকা৷ এই কাজের জন্য পারিশ্রমিকের অঙ্ক ১৬ লক্ষ টাকার সমান৷

https://p.dw.com/p/3Fs7D
Deutschland Köln Erste gemeinsame Langzeit Bettruhestudie von DLR ESA und NASA
ছবি: Imago Images/K. W. Schmidt

মহাকাশে থাকাকালীন মানুষের শরীরের ওজন প্রায় শূন্যের কাছাকাছি চলে যায়৷ এই অবস্থা, যাকে বিজ্ঞানীরা ‘মাইক্রোগ্র্যাভিটি' বলেন, তার সাথে সহজে মানিয়ে নিতে পারার জন্য মহাকাশচারীদের দরকার দীর্ঘ প্রশিক্ষণ৷

প্রশিক্ষণের জন্য বর্তমানে জার্মানির বিজ্ঞানীরা বের করেছেন অভিনব উপায়৷

ওজন কমে যাওয়ার পর নিরাপত্তার খাতিরে কী কী পদ্ধতি অবলম্বন করবেন মহাকাশচারীরা, তা যাচাই করতে জার্মানির গবেষকরা চালাচ্ছেন একটি পরীক্ষা৷ সেই পরীক্ষায় টানা ৬০ দিন ধরে ১২ জন পুরুষ ও ১২ জন মহিলাকে বিছানায় বন্দি থাকতে হচ্ছে৷ বিছানায় শুয়েই তাঁরা খাওয়া, স্নান বা অন্যান্য দৈনন্দিন কাজ করছেন৷

পাশাপাশি গবেষণার দ্বিতীয় ধাপে অংশ নিতে আগ্রহীদের খুঁজছেন গবেষকরা৷

শুনতে সহজ মনে হলেও আসলে এভাবে একটানা বিছানা-বন্দি থাকার কাজ রীতিমত কষ্টের৷ পাশাপাশি জার্মান ভাষাতেও দক্ষতা থাকা প্রয়োজন৷

ফলে, এই পরীক্ষায় যাঁরা অংশগ্রহণ করবেন, তাঁদের দেওয়া হবে উঁচু দরের পারিশ্রমিক, যা ১৬,৫০০ ইউরো, অর্থাৎ ১৬ লক্ষ টাকার কাছাকাছি!

কী বলবে এই পরীক্ষা?

জার্মানির কোলন শহরের জার্মান এয়ারোস্পেস সেন্টারে বর্তমানে চলছে এই গবেষণা৷

বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘক্ষণ ওজনহীনতার মাঝে থাকলে শরীরে দেখা দিতে পারে হাড় ও পেশির অসাড়তা, ফুসফুস বা হৃৎপিণ্ডের দুর্বলতার মতো গুরুতর সমস্যা৷ সাথে দেখা দিতে পারে শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা, পিঠে ব্যথাও৷

এই সমস্যাগুলি কীভাবে আরো দক্ষভাবে মোকাবিলা করতে পারবেন মহাকাশচারীরা, তা জানতে পরীক্ষায় অংশগ্রহণকারীদের শোয়ানো হয়েছে কৃত্রিম মাধ্যাকর্ষণযুক্ত বিছানায়৷ সেখানেই ৬০ দিন ধরে তাদের ওপর করা হবে নানান পরীক্ষা৷

চেজ উইন্টার/এসএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য