1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ হল প্যারালিম্পিকের আসর

সঞ্জীব বর্মন১৭ সেপ্টেম্বর ২০০৮

১২ দিন পর বেইজিং-এ শেষ হল প্যারালিম্পিক প্রতিযোগিতার আসর৷ মূল অলিম্পিকের মত প্যারালিম্পিক প্রতিযোগিতার পদক তালিকার শীর্ষ স্থান দখল করল চিন৷

https://p.dw.com/p/FKA1
প্রতিবন্ধকতা যে কোনো অন্তরায় নয়, প্যারালিম্পিক তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ছবি: AP

চিনের রাজধানী বেইজিং-এ বার্ডস নেস্ট স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল প্যারালিম্পিকের আসর৷ প্রতিবন্ধী অ্যাথলিটদের প্রতি শ্রদ্ধা জানাতে আকাশ থেকে ঝরে পড়ল অসংখ্য লাল পাতা৷ চিন ৮৯টি স্বর্ণ সহ মোট ২১১টি পদক পেয়ে গ্রীষ্মকালীন অলিম্পিকের মতো এবারেও পদক তালিকায় শীর্ষ স্থান দখল করেছে৷ দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটেন৷ সেদেশ ৪২টি স্বর্ণ সহ মোট ১০২টি মেডেল পেয়েছে৷ ৩৬টি স্বর্ণ সহ মোট ৯৯টি পদক পেয়ে তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷

আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির সভাপতি ফিলিপ ক্র্যাভেন বলেন, এর আগে এত বড় প্যারালিম্পিকের আসর কখনো অনুষ্ঠিত হয় নি৷ চিনা কর্তৃপক্ষ প্যারাম্পিককেও মূল অলিম্পিকের আসরের মতোই গুরুত্ব দিয়েছে৷ ১৫০টি দেশের প্রায় ৪,০০০ অ্যাথলিট এবারের আসরে অংশ নিয়েছে৷ প্যারালিম্পিক উপলক্ষে প্রতিবন্ধীদের অনেক সমস্যা সম্পর্কেও বাড়তি সচেতনতার সৃষ্টি হয়েছে৷ চিনের প্রেসিডেন্ট হু জিনতাও চিনের প্রায় ৮ কোটি ৩০ লক্ষ প্রতিবন্ধীদের অবস্থার উন্নতির অঙ্গীকার করেন৷

২০১২ সালে লন্ডন অলিম্পিকের আয়োজকেরাও বেইজিং প্যারালিম্পিকের ভূয়সী প্রশংসা করেছেন৷ সেইসঙ্গে লন্ডনেও তারা চমকপ্রদ অনুষ্ঠানের অঙ্গীকার করেন৷ লন্ডন শহরের লর্ড মেয়র বরিস জনসন আনুষ্ঠানিকভাবে প্যারালিম্পিক আয়োজনের দায়িত্ব গ্রহণ করেন৷