1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ হলো ৯৩ বছরের নাৎসি সৈনিকের বিচার

২৬ জুলাই ২০২০

পাঁচ হাজারেরও বেশি খুনের সাথে যুক্ত থাকার অপরাধে অভিযুক্ত হলেন ৯৩ বছর বয়সি এক সাবেক নাৎসি সৈনিক৷

https://p.dw.com/p/3fvYo
Deutschland Hamburg | Fortsetzung Prozess | SS-Wachmann
ছবি: picture-alliance/dpa/A. Heimken

দীর্ঘ নয় মাস ধরে মামলা চলার পর, বৃহস্পতিবার নাৎসি আমলে জার্মানির স্টুটহফ ক্যাম্পে পাঁচ হাজার ২৩০টি খুনের সাথে ব্রুনোর জড়িত থাকার অভিযোগ অবশেষে আদালতে প্রমাণিত হয়েছে৷

মৃতদের পক্ষে তাদের পরিবারের সদস্য ছাড়াও সেই ক্যাম্প থেকে বেঁচে ফেরা বন্দিরা এই মামলায় অভিযোগকারীর ভূমিকা পালন করেন৷

২০১১ সালের একটি শুনানি জার্মানির আইনে ব্যাপক বদল এনেছিল৷ কোনো নাৎসি ক্যাম্পে পাহারাদার পদে নিযুক্ত থেকে, সরাসরি কোনো খুনে অংশ না নিলেও, পাহারাদারের খুনির সমান শাস্তি ধার্য হয়েছিল তখন৷

এই আইনের ভিত্তিতেই বৃহস্পতিবার ব্রুনোকে দুই বছরের জন্য ‘সাসপেন্ডেড সেন্টেন্স’ দেওয়া হয়েছে৷

ব্রুনোর আইনজীবী বলেন, তৎকালীন স্টুটহফ ক্যাম্পে এতগুলি মৃত্যু ঠেকানোর ক্ষমতা ব্রুনোর ছিল না৷ কিন্তু সরকারপক্ষের আইনজীবী লারস মানকে এই যুক্তি নাকচ করে দিয়ে বলেন, ‘‘খুনের সহযোগীর ভূমিকা এমনই হয়৷ আর কেউ যখন গণহত্যা ব্যবস্থার অংশ হয়ে পড়ে, তখন এভাবে মুখ ফিরিয়ে নেওয়াও অপরাধ৷’’

শুধু তাই নয়, ব্রুনো নিজেও সেই ক্যাম্পে গ্যাস চেম্বার কাজে লাগানোর কথা স্বীকার করেছেন৷

এটাই কি শেষ বিচার?

স্টুটহফ ক্যাম্প থেকে বেঁচে ফেরা বন্দিদের অনেকেরই বয়স এখন নব্বইয়ের কোঠায়৷ সেই ক্যাম্পে নিযুক্ত নাৎসি সৈনিকদেরও বয়স তেমনই, বা তার বেশি হবার কথা৷ এর আগে, ২০১৯ ও ২০১৭ সালে শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে দুজন নাৎসি সৈনিকের বিচারপ্রক্রিয়া বন্ধ করা হলেও যে সাবেক নাৎসি সৈনিকদের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল ছিল, তাদের বিচারকার্য সম্পন্ন হয়েছে৷

২০১৫ সালে অস্কার গ্র্যোনিং ও ২০১৬ সালে রাইনহোল্ড হানিঙের মামলা তারই দৃষ্টান্ত৷ দুটি ক্ষেত্রেই দৃষ্টান্তমূলক সাজা হয়৷

শুনানির দিন শেষ মুহূর্তে ব্রুনো বলেন, ‘‘আজ আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করি, যারা এই উন্মত্ততার সময়টা সহ্য করেছেন৷ তাদের পরিবারের কাছেও আমি ক্ষমাপ্রার্থী৷ এর কোনো পুনরাবৃত্তি উচিত নয়৷’’

স্টুটহফ ক্যাম্পে ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত মারা যান প্রায় ৬৫ হাজার বন্দি৷ সেই ক্যাম্পে নিযুক্ত কিছু নাৎসি কর্মীর এর আগে পোল্যান্ডেও বিচার হয়েছে৷

বেন নাইট/এসএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান