1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রমিকের হেলমেট থেকে ফুটবল ‘মাকারাপা’

৭ জুন ২০১০

ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছে সারা বিশ্ব৷ আর সেই কাঁপুনিতে নয়া মাত্রা আনছে নিত্য নতুন নানা উপকরণ৷ এরই একটির নাম ‘মাকারাপা’৷ মাথায় মাকারাপা, চোখে বেঢপ চশমা আর মুখে ভুভুজেলা ভেঁপু৷ ব্যস, গ্যালারিতে বসে চেঁচাতে আর কী চাই!

https://p.dw.com/p/Njf2
ছবি: DW-TV

জানতে চাইবেন না, মাকারাপা কি? আদতে বস্তুটির উৎপত্তি শ্রমিকদের হেলমেট থেকে৷ দক্ষিণ আফ্রিকার এক গাড়ির ক্লিনার মাঠে খেলা দেখতে যাবে, কিন্তু মাথা বাঁচিয়ে৷ মানে, খেলার মাঠে কেউ যাতে তাঁর প্রিয় মাথাটায় বোতল গোছের কিছু না এসে পড়ে৷ তো, বন্ধু বুদ্ধি দিল শ্রমিকদের হেলমেট পড়ে যেতে৷ কিন্তু কী খেয়ালে হেলমেটটায় একটু আঁকাজোকা কাঁটাছেঁড়া করে, পড়ে নিলেন মাথায়৷ আর সেখান থেকেই উৎপত্তি মাকারাপা-র৷ সালটা ১৯৭৯৷

দক্ষিণ আফ্রিকার সেই ক্লিনারের নাম আলফ্রেড বালোয়ি৷ বর্তমানে বয়স ৫২৷ অশিক্ষিত কিন্তু মেধাবী মানে যাকে বলে ‘‘স্বভাবগত শিল্পী''৷ যদিও বালোয়ি নিজেকে বলেন প্লাস্টিকের শত্রু৷ তথাপি মানুষ তাকে ডাকে দ্য ম্যাজিস্ট্রেট৷ ডাকবে নাই বা কেন? তাঁর উদ্ভাবিত মাকারাপা যে দক্ষিণ আফ্রিকার ফুটবলের সিম্বল হয়ে উঠেছে৷ নিজের দেশকে সমর্থন জানাতে আফ্রিকানরা এখন মাঠে হাজির হন মাথায় রংবেরঙের মাকারাপা, চোখে বেঢপ চশমা আর মুখে ভুভুজেলা ভেঁপু নিয়ে৷

14.12.2009 DW-TV GLOBAL 3000 Makarapa 2
মাকারাপা যে দক্ষিণ আফ্রিকার ফুটবলের সিম্বল হয়ে উঠেছেছবি: DW-TV

মাকারাপা-র বর্তমান চাহিদা জানতে চান? বালোয়ি জোহানেসবার্গে খুলেছেন ফ্যাক্টরি৷ সেখানে কাজ করে জনা ৩৫ ব্যক্তি৷ আর প্রতিদিন তৈরি হয় আশিটি নানা রঙের নানা দেশের সঙ্গে মানানসই মাকারাপা৷ চাহিদা এমন যে, নিজের ছেলে লাভমোরকেই ম্যানেজার বানিয়েছেন বালোয়ি৷ সেই ম্যানেজার পুত্রের বয়ান হচ্ছে, হাজার হাজার মাকারাপা বিক্রি করছে তারা৷ দিনকে দিন চাহিদা বাড়ছে ব্যাপক আকারে৷ লাভমোর তাই বললেন, ২০১০ শুধু নয়, তাদের নজর এখন ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের দিকে৷ ব্রাজিলে সেই আসর জমতে জমতে মাকারাপা নাকি হয়ে উঠবে বিশ্বব্যাপী জনপ্রিয়৷ সেটা অবশ্য এবারকার বিশ্বকাপের কল্যাণেই হবে৷

তবে, বিপত্তির শেষ নেই৷ লাভমোরের দাবি, ইতিমধ্যেই তৈরি হয়েছে দুই নম্বর প্রতিষ্ঠান, যারা কিনা বালোয়ি-র ডিজাইন চুরি করে তৈরি করছে মাকারাপা৷ আর বাজারেও বিকোচ্ছে তা৷ স্বভাবতই, বাবার আবিস্কারের এমন চুরি দেখে বিব্রত লাভমোর৷ তবুও গর্ব একটাই: ‘মাকারাপা'-র আবিষ্কারক তাঁর বাবা, আলফ্রেড বালোয়ি৷ সেটা তো কেউ মুছতে পারবে না!

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী