1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীনগরের বাজারে গ্রেনেড হামলা, নিহত এক

৭ মার্চ ২০২২

সিসিটিভি-তে ধরা পড়ল শ্রীনগরের জমজমাট বাজারে গ্রেনেড বিস্ফোরণের ছবি। বহু মানুষ আহত।

https://p.dw.com/p/486QN
কাশ্মীর
ছবি: Yawar Nazir/Getty Images

রোববার বিকেল সাড়ে চারটে। প্রচুর মানুষ তখন বাজার করছিলেন শ্রীনগরের জমজমাট বাজার হরি সিং স্ট্রিটে। পাশেই ছিল পুলিশ চৌকি। পুলিশের আর্মার্ড ভ্যান। সিসিটিভি-তে দেখা যায়, আচমকাই পুলিশের গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে দুষ্কৃতীরা। মুহূর্তে হইচই পড়ে যায় বাজারে। পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়লেও বাজারে সাধারণ মানুষেরা গ্রেনেডে আহত হন।

কাশ্মীরে বন্দুক তৈরির হস্তশিল্প কি শেষ হতে চলেছে?

ডাউনটাউন শ্রীনগরের ৭১ বছরের মোহাম্মাদ আসলাম মাখদুমি ঘটনাস্থলেই মারা যান। সিসিটিভিতে তাকে রাস্তার উপর পরে থাকতে দেখা যায়। স্প্লিন্টারে আহত মানুষদের রাস্তার উপর পড়ে যেতে দেখা যায়।

প্রশাসন অবশ্য আহতদের সঙ্গে সঙ্গে স্থানীয় হরি সিং হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে গভীর ক্ষত নিয়ে এখনো হাসপাতালে ভর্তি অনেকে।

এখনো পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। শ্রীনগরের বাসিন্দাদের একাংশের বক্তব্য, পুলিশের উপর আক্রমণ করতে গিয়ে সাধারণ মানুষের উপর আক্রমণ চালিয়েছে হামলাকারীরা।

গত বছর লাগাতার হামলা পাল্টা হামলা হয়েছে শ্রীনগর-সহ গোটা কাশ্মীরে। বহু মানুষের মৃত্যু হয়েছে। পুলিশ এবং সেনারও মৃত্যু হয়েছে। পাল্টা হামলায় পুলিশ বেশ কিছু বিচ্ছিন্নতাবাদীকে মেরেছে। বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এবছর এই প্রথম এত বড় হামলার ঘটনা ঘটল।

এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)