1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলঙ্কায় বন্দি-কমান্ডো সংঘর্ষ

১০ নভেম্বর ২০১২

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি কারাগারে শুক্রবার বন্দি ও পুলিশ কমান্ডোদের মধ্যে সংঘর্ষে ২৭ জন নিহত হয়েছে৷ আহত হয়েছে ৪৩ জন৷

https://p.dw.com/p/16gbh
An injured inmate lies on the ground, wounded by firing after a riot in the main Welikada prison, as Sri Lankan soldiers look in Colombo on November 9, 2012. Gunfire erupted at Sri Lanka's main prison as inmates overpowered guards and seized their weapons in a riot that left at least 13 people wounded, officials and witnesses said. AFP PHOTO/ Ishara S.KODIKARA (Photo credit should read Ishara S.KODIKARA/AFP/Getty Images)
ছবি: Getty Images

নিহতদের বেশিরভাগই বন্দি বলে জানা গেছে৷ তবে অন্তত একজন কারারক্ষী নিহত হওয়ার খবর দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ আহতদের মধ্যে ১৩ জন কমান্ডো, চারজন সেনাসদস্য ও একজন সাধারণ নাগরিক রয়েছে বলে জানিয়েছেন কলম্বোর ন্যাশনাল হাসপাতালের পরিচালক ডা: অনিল জাসিঙ্ঘে৷ সংঘর্ষে পুলিশের কমান্ডো প্রধান আর এম রানাওয়ানাও আহত হয়েছেন৷

অবৈধ মাদকদ্রব্য ও মোবাইল ফোনের খোঁজে কারারক্ষীদের কারাগারের ভেতরে অভিযান পরিচালনার সময় এই সংঘর্ষ শুরু হয়৷ অভিযানের সময় কারাগারের নিরাপত্তা বিধানে সেখানে উপস্থিত ছিলেন কমান্ডোরা৷ সংঘর্ষের সময় বন্দিরা অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করে তা দিয়ে কমান্ডোদের সঙ্গে দাঙ্গায় জড়িয়ে পড়ে৷ সংঘর্ষ কয়েক ঘণ্টা স্থায়ী হয়৷ বেশ কিছু বন্দি অস্ত্র হাতে নিয়ে কারাগারের ছাদে উঠে পুলিশ ও রক্ষীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে৷

পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ডাকা হয়েছিল৷ ঘটনা শান্ত হওয়ার পর সেনা সদস্যরা কারারক্ষীদের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর এক মুখপাত্র ব্রিগেডিয়ার রুওয়ান ওয়ানিগাসুরিয়া৷

An injured inmate lies on the ground, wounded by firing after a riot in the main Welikada prison, as Sri Lankan soldiers look in Colombo on November 9, 2012. Gunfire erupted at Sri Lanka's main prison as inmates overpowered guards and seized their weapons in a riot that left at least 13 people wounded, officials and witnesses said. AFP PHOTO/ Ishara S.KODIKARA (Photo credit should read Ishara S.KODIKARA/AFP/Getty Images)
ছবি: Getty Images

শ্রীলঙ্কার জেলমন্ত্রী চন্দ্রশিরি গাজাদিরা সংসদে বলেছেন, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে৷ তিনি বলেন, বন্দিরা মোট ৮২টি অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল৷ পরবর্তীতে সবগুলো উদ্ধার করা হয়েছে৷ সংঘর্ষের ঘটনায় কারাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান জেলমন্ত্রী৷

এদিকে, সংঘর্ষের সুযোগে অনেক বন্দি পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ এর মধ্যে কয়েকজনকে আবারও আটক করা হয়েছে৷ এভাবে কোনো বন্দি পালিয়ে যেতে সক্ষম হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি৷

কলম্বোর এই কারাগারটির নাম ওয়েলিকাদা৷ এখানে প্রায় চার হাজার বন্দি রয়েছে৷ কারাগারটিতে রয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা৷ ১৯৮৩ সালে তামিল বিরোধী দাঙ্গা চলার সময় এই কারাগারের সিংহলিজ বন্দিরা হামলা চালিয়ে প্রায় ৫০ জন তামিল বন্দিকে হত্যা করেছিল৷

এরপর ২০১০ সালে একই কারাগারে অবৈধ মোবাইল ফোন উদ্ধারে অভিযানের সময় কারারক্ষীদের সঙ্গে বন্দিদের সংঘর্ষে ৫০ জনেরও বেশি পুলিশ ও কারারক্ষী আহত হয়েছিল৷

একই ঘটনা ঘটে এ বছরের জানুয়ারিতেও৷ তখন ২৫ জন বন্দি ও চারজন কারারক্ষী আহত হয়েছিল৷

জেডএইচ / এএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য