1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বরূপ দেখাল পোল্যান্ড ও হাঙ্গেরির সরকার

১৮ নভেম্বর ২০২০

মৌলিক ইউরোপীয় মূল্যবোধের শর্ত আরোপ করায় পোল্যান্ড ও হাঙ্গেরি ইইউ বাজেট ও প্রণোদনা তহবিলের বিরুদ্ধে ভেটো প্রয়োগ করেছে৷ সংকট কাটাতে জোরালো কূটনৈতিক তৎপরতা চলছে৷

https://p.dw.com/p/3lTgA
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের (ডানে) সঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রী (বামে)ছবি: Dursun Aydemir/AA/picture-alliance

যাবতীয় আশঙ্কা সত্য প্রমাণিত করে পোল্যান্ড ও হাঙ্গেরির বর্তমান দুই সরকার এমন কাজ করলো, যা ইউরোপীয় ইউনিয়নের অস্তিত্বের ভীত নাড়িয়ে দিতে পারে৷ ইউরোপীয় মূল্যবোধকে চ্যালেঞ্জ করে নিজস্ব স্বৈরাচারী আচরণে অটল থেকে ব্রাসেলসের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিল দুই দেশের সরকার৷ দীর্ঘমেয়াদী ইইউ বাজেট ও করোনা সংকটের ধাক্কা সামলাতে অর্থনৈতিক সহায়তার বিরুদ্ধে ভেটো প্রয়োগ করলো পোল্যান্ড ও হাঙ্গেরি৷ এবারের বাজেটের সঙ্গে সদস্য দেশগুলিতে আইনের শাসনের যে শর্ত রাখা হয়েছে, তার বিরুদ্ধে ক্ষোভ দেখাতেই হাঙ্গেরির ভিক্টর ওরবান ও পোল্যান্ডের আন্দ্রেই দুদা সরকার এমন বেপরয়ো পদক্ষেপ নিলেন৷ বাকি ২৫টি সদস্য দেশের বিষয়ে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ করছে এই দুই দেশের সরকার৷

এমন এক সময়ে এই সংকট দেখা দিলো, যখন করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ইউরোপের জনজীবন ও অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে৷ জার্মানির ইউরোপ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী মিশায়েল রোট বলেন, ইইউ সদস্য দেশগুলির নাগরিক সহায়তার আশায় অপেক্ষা করছেন৷ তাঁর মতে, আরও বিলম্বের জন্য কোনো অজুহাত থাকতে পারে না৷ তিনি অবিলম্বে এক লাখ দশ হাজার কোটি ইউরো অঙ্কের দীর্ঘমেয়াদী বাজেট এবং ৭৫,০০০ কোটি ইউরোর প্রণোদনা তহবিল অনুমোদনের ডাক দেন৷ উল্লেখ্য, ১লা জানুয়ারি থেকে নতুন বাজেট কার্যকর হবার কথা৷ দুই দেশের আপত্তির ফলে তাতে কিছু বিলম্ব ঘটবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ ইউরোপ বিষয়ক মন্ত্রীদের এক ভিডিও কনফারেন্সে ইইউ-র বাজেট বিষয়ক কমিশনর ইয়োহানেস হান ‘অকল্পনীয়’ রাজনৈতিক পরিণতি এবং বিলম্বের ফলে ইইউ নাগরিকদের উপর ‘মারাত্মক প্রভাব’ সম্পর্কে সতর্ক করে দেন৷

এমন সংঘাতের পূর্বাভাষ বেশ কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল৷ দেশ হিসেবে হাঙ্গেরি ও পোল্যান্ড ২০০৪ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের বাজেটের দৌলতে অনেক উন্নতি করেছে৷ কিন্তু এই দুই দেশের বর্তমান উগ্র দক্ষিণপন্থি সরকার সংস্কারের নামে বিচার বিভাগের নিরপেক্ষতা খর্ব করেছে৷ সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করতেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে৷ সেইসঙ্গে দুর্নীতি দমনের সুযোগও কমে গেছে৷ অনেক টালবাহানার পর মৌলিক ইউরোপীয় মূল্যবোধ খর্বের এমন দৃষ্টান্ত আর বরদাস্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইইউ৷

ইইউ অর্থনীতি বিষয়ক কমিশনর পাওলো জেন্টিলোনি বাজেট ও তহবিলকে ঘিরে বর্তমান সংকটের ইতিবাচক সমাধানসূত্রের আশা প্রকাশ করেছেন৷ ইটালির পার্লামেন্টে তিনি বলেন, বর্তমান ইইউ সভাপতি দেশ হিসেবে জার্মানি সেই লক্ষ্যে তৎপর হয়ে উঠেছে৷ তাঁর মতে, যে সব দেশ ইইউ বাজেটের ফলে সবচেয়ে বেশি উ (BN): সংকটের মধ্যে স্ব... পকৃত হয়, পোল্যান্ড ও হাঙ্গেরি সেগুলির অন্যতম৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস-ও সেই সংকট সমাধানের বিষয়ে আশাবাদী৷

এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)