1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংস্কার করবই, বললেন আত্মবিশ্বাসী ওবামা

১০ সেপ্টেম্বর ২০০৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রস্তাবিত স্বাস্থসেবা সংস্কারের পক্ষে মত দেওয়ার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহবান জানিয়েছেন৷

https://p.dw.com/p/JZ9h
ছবি: AP

কংগ্রেসের সামনে দেওয়া এক ভাষণে তিনি জানান যে এই সংস্কার বাস্তবায়নের জন্য তিনি কারো জন্য অপেক্ষা করবেন না৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে তাঁর স্বাস্থসেবা সংস্কার প্রস্তাবটি অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে৷ তাঁর এই সংস্কার প্রস্তাবে যেসব মার্কিন নাগরিকের হেলথ ইন্সুরেন্স রয়েছে তাঁদের আরো নিরাপত্তা এবং সেবা দেওয়া, যাদের হেলথ ইন্সুরেন্স নেই তাঁদের ইন্সুরেন্সের আওতায় নিয়ে আসা এবং স্বাস্থ্যসেবাকে আরো সুলভ করে তোলা৷ তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে তিন কোটিরও বেশি লোকের কোন হেলথ ইন্সুরেন্স নেই৷ ওয়াশিংটন যদি কোন পদক্ষেপ নিতে দেরি করে তাহলে এই সংখ্যা বাড়তে থাকবে এবং আরো অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে৷ তিনি আরও বলেন, স্বাস্থ খাতে যে সমস্যা সেটি কেবল ইন্সুরেন্স বিহীন নাগরিকদের নয় যাদের ইন্সুরেন্স রয়েছে তাঁদেরও যথেষ্ট পরিমাণ নিশ্চয়তা নেই৷ মার্কিন নাগরিকদের মনে এই ভয় দিন দিন বাড়ছে যে যদি সে চাকরি হারায়, বাসস্থান কিংবা চাকরি পরিবর্তন করে তাহলে সে তার হেলথ ইন্সুরেন্স হারাবে৷ তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে নষ্ট করার মত সময় আর নেই, এখন সময় পদক্ষেপ নেওয়ার স্বাস্থখাতে সময় দেওয়ার৷

কিন্তু রিপাবলিকান দলের সদস্যরা ইতিমধ্যে এই প্রস্তাব যাতে পাশ না হয় সেজন্য জোর তৎপরতা চালাচ্ছেন৷ এই বিষয়েও বেশ সচেতন রয়েছেন প্রেসিডেন্ট ওবামা৷ তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, যারা এই সংস্কার প্রস্তাবের উন্নতির পরিবর্তে রাজনীতি করতে চান তাঁদের নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না৷ আপনারা যদি এটাকে ঠিকভাবে উপস্থাপন করতে না পারেন আমরা আপনাদের বাদ দেব৷ সুস্থ বিতর্কের পরিবর্তে আমরা কৌশল দেখতে পাচ্ছি৷ মার্কিন প্রেসিডেন্ট আরও ঘোষণা করেন যে আর্থিক মন্দা থেকে ইতিমধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্র৷

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণায় ওবামার অন্যতম প্রতিশ্রুতি ছিল মার্কিন স্বাস্থসেবাকে ঢেলে সাজানো৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়