1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সকলের জন্য এয়ার পিউরিফায়ার

স্যমন্তক ঘোষ নতুন দিল্লি
৩ জানুয়ারি ২০২০

এই প্রথম দিল্লিতে সকলের জন্য লাগানো হল এয়ার পিউরিফায়ার৷ খোলা আকাশের তলায় এমন পিউরিফায়ার আদৌ কতটা কাজ করবে, তা নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যাচ্ছে৷

https://p.dw.com/p/3Vf6p
ছবি: DW/S. Ghosh

কুয়াশায় ঢেকে চতুর্দিক৷ এক দিকে ঠান্ডা, অন্য দিকে দূষণে চোখ জ্বালা করছে৷ এমন পরিস্থিতি এখন দিল্লিবাসীর নিত্য দিনের সঙ্গী৷ দূষণের স্বাভাবিক মাত্রা নিয়ে এখন আর কেউ চিন্তিত নন৷ সকলেই খেয়াল রাখেন স্বাভাবিক মাত্রার চেয়ে কত গুণ বেশি দূষিত দিল্লির হাওয়া৷ এমন পরিস্থিতির মোকাবিলায় এ বার অভিনব উদ্যোগ নিল দিল্লির একটি সংগঠন৷ লাজপত নগরে লাগানো হল সকলের জন্য এয়ার পিউরিফায়ার৷

সংগঠকদের দাবি, এর ফলে আধ কিলোমিটারের মধ্যে থাকা সকলে উপকৃত হবেন৷ প্রাণ ভরে শুদ্ধ বায়ু নিতে পারবেন৷ শুক্রবার সেই এয়ার পিউরিফায়ারের উদ্বোধন করলেন ক্রিকেটার তথা বিজেপির সাংসদ গৌতম গম্ভীর৷

উদ্বোধনের পর গৌতম বলেন, ''দিল্লিতে এমন উদ্যোগ এই প্রথম৷ যদি এতে কাজ হয়, তা হলে গোটা দিল্লিতেই এমন পিউরিফায়ার লাগাতে হবে৷ দূষণের সঙ্গে খানিকটা হলেও যুদ্ধ করা যাবে৷''

বায়ু দূষণে বিপর্যস্ত নতুন দিল্লি

তবে প্রশ্ন উঠছে, খোলা আকাশের নীচে এমন পিউরিফায়ার আদৌ কতটা কাজ করবে? ঘরের জানালা দরজা বন্ধ করে এয়ার পিউরিফায়ার চালালে তা ঘরের ভিতরের বাতাসকে ফিল্টার করে দেয়৷ নির্দিষ্ট একটা জায়গার মধ্যে তা কাজ করে৷ কিন্তু খোলা জায়গার বাতাস আদৌ ফিল্টার করা সম্ভব কি না, সে প্রশ্ন থেকেই যাচ্ছে৷ আশঙ্কার কারণ রয়েছে আরও৷ পিউরিফায়ার চালানোর পরেও দেখা যাচ্ছে বাতাসে দূষণের মাত্রা ১২৩৷ যা ৬০ এর নীচে হওয়া উচিত৷ অর্থাৎ, পিউরিফায়ার চালিয়েও দূষণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না৷

ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি স্যমন্তক ঘোষ
স্যমন্তক ঘোষ ডয়চে ভেলে, দিল্লি ব্যুরো