1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাসী ছক, ১২ জার্মানের বিরুদ্ধে অভিযোগ দায়ের

১৩ নভেম্বর ২০২০

সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার জন্য জার্মানিতে অতি দক্ষিণপন্থী ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ।

https://p.dw.com/p/3lEUk
ছবি: Jens Büttner/dpa/picture alliance

জার্মানিতে অতি দক্ষিণপন্থী সন্ত্রাসবাদী সেলের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো। সূত্র জানাচ্ছে, এই অতি দক্ষিণপন্থীরা রাজনীতিক, অভিবাসন প্রত্যাশী ও মুসলিমদের উপর হামলার পরিকল্পনা করেছিল। এর মধ্যে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ হলো, তারা একটি সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য এবং বেআইনি অস্ত্র রেখেছিল। আর একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী গোষ্ঠীর সমর্থক হওয়ার অভিযোগ।

গত ফেব্রুয়ারিতে সকলকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তরা একটি দক্ষিণপন্থী সন্ত্রাসবাদী সংগঠন গড়ে তুলেছিল। লক্ষ্য ছিল, জার্মানির গণতান্ত্রিক ব্যবস্থাকে আক্রমণ ও শেষ পর্যন্ত উপড়ে ফেলা। তারা গৃহযুদ্ধেরমতো পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। সে জন্যই রাজনীতিবিদ, অভিবাসন প্রত্যাশী ও মুসলিমদের আক্রমণের পরিকল্পনা করেছিল। এই গোষ্ঠীর সদস্যরা সকলেই জার্মান। দুই জনের নাম জানা গেছে-- ওয়ের্নার এস ও টনি ই।

২০১৯ সালে রক্ষণশীল রাজনীতিবিদ ওয়াল্টার লুবকে-র হত্যা ও একটি সিনাগগে হামলার পরেই এই অতি দক্ষিণপন্থী সংগঠনের দিকে নজর যায়। এই দুইটি ঘটনার পিছনেই ছিল অতি দক্ষিণপন্থীরা। তারপর পুলিশ এই কাজের সঙ্গে যুক্ত সন্দেহে ৪৮ জন অতি দক্ষিণপন্থী নেতাকে চিহ্নিত করে।

জিএইচ/এসজি(এএফপি, ডিপিএ)