1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমুদ্রের এ কী দশা!

৯ মার্চ ২০১৮

পানির নীচ দিয়ে সাঁতরে যাচ্ছেন এক ডাইভার আর তাঁর চারদিকে ভেসে বেড়াচ্ছে অনেককিছু৷ এমন দৃশ্য সাধারণত মুগ্ধ হওয়ার মতোই৷ কিন্তু একটু ভালো করে তাকালের দেখা যায় আরেক রুঢ় বাস্তবতা৷

https://p.dw.com/p/2tws1
Flash-Galerie Die Wunder der Natur
ছবি: Fotolia/vlad61_61

ব্রিটিশ ডাইভার রিচ হর্নার বালির সমুদ্র উপকূলে ডাইভের সময় একটি ভিডিও করেছেন৷ কিন্তু ভিডিওতে নীল পানির তলায় তিনি যা প্রত্যাশা করেছিলেন, তা অবশ্য দেখেননি, যা দেখেছেন, তা আমাদের জন্য যথেষ্ট উদ্বেগের৷

ভিডিওতে রিচ হার্নারের চারপাশে অসংখ্য প্লাস্টিকের বোতল, ব্যাগসহ নানা ধরনের আবর্জনা ভাসতে দেখা গেছে৷ যেখানে অসংখ্য সামুদ্রিক মাছ থাকার কথা ছিল, সেখানে প্লাস্টিকের এই ভেসে বেড়ানো পর্যটকরা পরিবেশের যে কতটা ক্ষতি করছে তা পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে৷

রিচ হার্নার বালির সমুদ্রতট থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থানকালে ভিডিওটি করেছেন৷ অথচ এত দূরত্বেও প্লাস্টিকের কোনো কমতি ছিল না৷ তাঁর ভিডিওটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর রীতিমতো ভাইরাল হয়ে গেছে৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য