1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকার আর কত ভর্তুকি দেবে জানতে চান প্রধানমন্ত্রী!

১৭ নভেম্বর ২০২১

সরকারকে বছরে জ্বালানি তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন খাত মিলিয়ে ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়৷ আজ সংবাদ সম্মেলনে ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর এই পাল্টা প্রশ্ন৷

https://p.dw.com/p/436Qg
প্রধানমন্ত্রী(ফাইল ছবি)ছবি: PID

ডিজেলের দাম বৃদ্ধির কারণে বাসের ভাড়া বেড়েছে এবং বাজারেও তার প্রভাব পড়েছে৷ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন জানায়, বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডিজেলের দাম কমানোর কোনো পরিকল্পনা সরকারের আছে কি না জানতে চাইলে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য  করেন৷

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশেকে বিদেশ থেকে ডিজেল কিনে আনতে হয়৷ বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে বলেই দেশেও দাম বাড়াতে হয়েছে৷ কিন্তু তারপরও অনেক খাতে ভর্তুকি দিতে হচ্ছে৷ কেবল জ্বালানি তেলেই ২৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার তথ্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘‘আমরা কত টাকা ভর্তুকি দেব? বাজেটের সব টাকা তাহলে ভর্তুকিতে দিয়ে দেব৷ তাহলে কিন্তু সব উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে৷''

শেখ হাসিনা বলেন, ‘‘জনগণের প্রতি দায়িত্ব সম্পর্ক আমরা সবসময় সচেতন৷ করোনার মধ্যে এমন কোনো শ্রেণিপেশার মানুষ নাই, যাদের আমরা নগদ অর্থ দিয়ে সহায়তা করি নাই৷ একবার না বার বার দিয়েছি৷''

"আমাদের উপায়টা কী? উপার্জনটা কী? আমাদের কী সম্পদ আছে? উন্নত দেশে যান, খাদ্যের জন্য হাহাকার৷ সুপারমার্কেট খালি, খোদ লন্ডনের কথা বলছি৷ আমাদের দেশে তো খাদ্যের অভাব হয় নাই৷'' বলেন তিনি৷

তিনি আরো বলেন, "ট্যাক্সটা ফাঁকি দেওয়ার দিকেই সবার নজর৷ তাহলে টাকাটা আসবে কোথা থেকে? তাহলে কি দেউলিয়া হয়ে যেতে হবে? ''

গ্যাসের সংকট মেটাতে সরকার এলএনজি আমদানি করছে এবং সেখানেও বড় অংকের ভর্তুকি দেওয়ার কথা জানান তিনি৷ মানুষের খাবারের কষ্ট যাতে না হয়, সেদিকে সরকারের নজর রয়েছে বলে নিশ্চিত করেছেন সরকার প্রধান৷

গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে  অংশ নেওয়াসহ যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরের অভিজ্ঞতা জানাতে গণভবন থেকে এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী৷

এ সংবাদ সম্মেলন বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়েছে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান