1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকার টাকা ধার করলেও অর্থনীতির ভিত শক্ত - হাসিনা

২০ নভেম্বর ২০১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করেছেন যে সরকার ব্যাংক থেকে টাকা ধার করছে৷ তবে সেই অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হচ্ছে৷ অন্যদিকে অর্থমন্ত্রী বলেছেন, ভর্তুকির কারণে বাজেট বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ৷

https://p.dw.com/p/13Dud
The Prime Minister of Bangladesh Sheikh Hasina smiles as she addresses a news conference with German Chancellor Angela Merkel, not seen, after a meeting at the chancellery in Berlin, Tuesday, Oct. 25, 2011. (Foto:Markus Schreiber/AP/dapd)
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: dapd

ঢাকায় এক অনুষ্ঠানে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিরোধী দল সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে৷ তাদের উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা৷ তিনি সবাইকে যুদ্ধাপরাধীদের বিচারে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কেউ বন্ধ করতে পারবেনা৷

সরকারের আর্থিক সংকট নেই, এমন কথার একদিন পর প্রধানমন্ত্রী আজ বলেন, সরকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা ধার করছে সত্য৷ কিন্তু সেই টাকার অপব্যয় হচ্ছে না৷ সাধারন মানুষের কল্যানে সেই টাকা ব্যয় করা হচ্ছে৷ তিনি ‘গুজবে' কান না দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, দেশের অর্থনীতির ভিত শক্ত রয়েছে৷

এদিকে আজ সচিবালয়ে শেয়ার বাজার নিয়ে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিভিন্ন খাতে ভর্তুকির কারনে দেশের অর্থনীতি চাপের মুখে আছে৷ তিনি বলেন, দেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে আর এই ঝুঁকি মোকাবেলা করতে না পারলে তা হবে সরকারের জন্য বড় ব্যর্থতা৷ তিনি জানান, ধীরে ধীরে ভর্তুকি প্রত্যাহার করা হবে৷ উল্লেখ্য, একদিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ খাতে ভর্তুকির পক্ষে কথা বলেছিলেন৷

এদিকে শেয়ার বাজার চাঙ্গা করতে সরকারের সিদ্ধান্ত আজ জানানো হতে পারে বলে অর্থমন্ত্রী জানান৷ অন্যদিকে ঈদের ছুটির পর আজ বিকেলে ৯ম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আবার শুরু হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য