1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলেপ্পোতে অবরুদ্ধ ৪০ হাজার

১৯ ডিসেম্বর ২০১৬

সিরিয়ার আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে সোমবার ভোরে তিন হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে৷ তবে এখনও সেখানে ৪০ হাজার বেসামরিক মানুষ অবরুদ্ধ হয়ে আছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো৷

https://p.dw.com/p/2UVlY
ছবি: picture-alliance/AA/E. Eymen

সোমবার ভোর ২০টি বাসের দু'টি গাড়ি বহর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে ৩ হাজার মানুষকে নিয়ে পশ্চিম আলোপ্পোতে পৌঁছেছে বলে সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন একজন চিকিৎসক, যিনি এসব বেসামরিক মানুষের চিকিৎসা সেবার দায়িত্বে আছেন৷ 

ঐ চিকিৎসক জানান, এরপরেও বিভিন্ন ধাপে আরো কয়েকটি বাস রওনা হবে৷ তবে গতরাতটি এ সব মানুষের জন্য ছিল ভীষণ কষ্টের কেননা তীব্র শীতে খোলা আকাশের নীচে দাঁড়িয়ে তাদের অপেক্ষা করতে হয়েছিল বাসের জন্য৷

রবিবার রাত থেকেই পূর্ব আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত অংশ থেকে অবরুদ্ধ লোকজনকে সরিয়ে নেয়া শুরু হয়, ইদলিবে বাস পোড়ানোর ঘটনার জেরে প্রক্রিয়াটি বন্ধ হয়ে গিয়েছিল৷ মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস জানিয়েছে, রোববার রাতে পূর্ব আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত অবরুদ্ধ অংশগুলো থেকে অন্তত ৩৫০ জন বাস ও অ্যাম্বুলেন্স বহরে করে এলাকা ত্যাগ করেছেন৷ তারা পশ্চিমে সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকার দিকে গেছেন৷ 

ফুয়া ও কাফরায় থেকে ৫০০ মানুষ নিয়ে ১০টি বাস সোমবার ভোরে সরকার নিয়ন্ত্রিত আলোপ্পোতে পৌঁছেছে৷ এর আগে রবিবার সকালে ইদলিব শহরের কাছাকাছি পাঁচটি বাস পুড়িয়ে দেয় বন্দুকধারীরা৷ এ ঘটনার জেরে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের পরস্পরের অবরুদ্ধ অংশ থেকে লোকজনকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল৷

বিদ্রেহী নিয়ন্ত্রিত এলাকায় এখনো অন্তত ৪০ হাজার বেসামরিক নাগরিক এবং ৫ হাজার বিদ্রোহী অবস্থান করছে বলে জানিয়েছে জাতিসংঘ৷

সম্প্রতি সিরিয়ার সরকারি বাহিনী পূর্ব আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত বেশিরভাগ এলাকা পুনরুদ্ধার করেছে৷ সরকারি পক্ষের ব্যাপক বোমাবর্ষণে বেসামরিক মানুষ খোলা আকাশের নীচে রয়েছেন৷

আলেপ্পোতে প্রায় ৬ বছর ধরে চলা গৃহযুদ্ধ ও সহিংসতায় এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজার মানুষের মৃত্যূ হয়েছে৷ ২০১২ সাল থেকে চলা সংঘর্ষে আলেপ্পোর অর্ধেকেরও বেশি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান