1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সর্বোচ্চ শনাক্তের দিনে মৃত্যুরও রেকর্ড

১২ জুন ২০২০

একদিনে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৫ জনে৷

https://p.dw.com/p/3dfrT
একদিনে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু
ছবি: Reuters/M.P. Hossain

এদিন দৈনিক শনাক্তের সংখ্যায়ও রেকর্ড হয়েছে৷ তিন হাজার ৪৭১ জন নতুন রোগী শনাক্তের ফলে বাংলাদেশে এখন কোভিড-১৯ আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৮১ হাজার ৫২৩ জন৷ তাদের মধ্যে ১৭ হাজার ২৪৯ জন সুস্থ হয়েছেন৷

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়৷

গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ৯ জন নারী৷ তাদের মধ্যে ৩২ জন হাসপাতালে এবং ১৪ জন বাড়িতে মারা যান৷

ঢাকা বিভাগে (গত ২৪ ঘণ্টায় ১৯ জন) মৃত্যুর হার আগেই বেশি ছিল৷ এখন চট্টগ্রাম বিভাগেও (গত ২৪ ঘণ্টায় ১১ জন) মৃত্যু বাড়ছে৷

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৫৯টি পরীক্ষাগারে ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করা হয়৷

এসএনএল/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য