1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাধারণ মানুষের ইস্যু দ্রব্যমূল্য

হারুন উর রশীদ স্বপন১৯ ডিসেম্বর ২০০৮

তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকেও জিনিসপত্রের দাম বেড়েই চলছে৷ বিশেষ করে পেঁয়াজ, শাকসব্জি ও মাছের দাম এখনো বাড়তি৷ চালের দাম শুক্রবারই কেজিতে বেড়েছে ২ টাকা৷ আর এনিয়ে সাধারণ মানুষের কষ্টের শেষ নেই৷

https://p.dw.com/p/GJyS
ছবি: AP

সাধারন মানুষের মন্তব্য, অতিরিক্ত উপার্জন ছাড়া বাজার মূল্যের সাথে পাল্লা দেয়া কঠিন৷

তাই এবারের নির্বাচনে দ্রব্যমূল্য মূল ইস্যু হিসেবে কাজ করছে৷ আওয়ামীলীগ ও বিএনপিসহ সব রাজনৈতিক দলই নির্বাচনী ইশতেহারে ক্ষমতায় গেলে দ্রব্যমূল্য কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে৷ আর সাধারণ মানুষ মনে করেন দ্রব্যমূল্য দু'বছর আগের অবস্থায় ফিরিয়ে নেয়া সম্ভব না হলেও রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে কিছুটা হলেও কমবে৷ তারা মনে করেন, রাজনৈতিক সরকার সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে কিছুটা হলেও গুরুত্ব দিতে বাধ্য থাকে৷ আর তাদের নিজস্ব কিছু পরিকল্পনাও থাকে দ্রব্যমূল্য কমানোর৷

অন্যদিকে গত কয়েকদিনে হাইকোর্টের রায়ে অন্তত ২৫ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন৷ নির্বাচন কমিশন তাদের প্রার্থীতা বাতিল করেছিল৷ হাইকোর্টের রায়ের ফলে কমিশনকে অন্তত ৪০ লাখ নতুন ব্যালট পেপার ছাপতে হবে৷ তবে নির্বাচন কমিশনের আইনজীবী ড. শাহদীন মালিক বলেছেন, যারা প্রার্থীতা ফিরে পেয়েছেন তারা নির্বাচনে জয়ী হলেও নতুন জটিলতার সৃষ্টি হতে পারে৷ কারণ নির্বাচন কমিশনের আপীলে প্রার্থীরা হেরে গেলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হবে৷ সেক্ষেত্রে উপনির্বাচনের প্রয়োজন পড়বে৷