1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সানড্যান্স চলচ্চিত্র উৎসবে পাদপ্রদীপে ‘ভুট্টো’,‘আফগানিস্তান’

২৩ ডিসেম্বর ২০০৯

সন্ত্রাসী হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং আফগান যুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র আগামী বছরের সানড্যান্স চলচ্চিত্র উৎসবে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান করে নিচ্ছে৷

https://p.dw.com/p/LCTv
ফাইল ফটোছবি: AP

স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাতাদের জন্য বিশ্বের সবচেয়ে বড় এবং সম্মানজনক এ চলচ্চিত্র উৎসব আগামী বছরের ২১ থেকে ৩১ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ইউটাহ'র পার্ক সিটিতে অনুষ্ঠিত হবে৷ চলচ্চিত্রামোদীরা এবারও সেখানে বিচিত্র ধরণের প্রামাণ্যচিত্র এবং নাটকীয় উপাখ্যানের চলচ্চিত্রের বিশাল সম্ভারের প্রদর্শনী উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে৷

আগামী ২৭ ডিসেম্বর বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের দুই বছর পুরো হচ্ছে৷ দীর্ঘ নির্বাসন থেকে দেশে ফেরার পরপরই ২০০৭ সালের ওই দিনে রাওয়ালপিণ্ডিতে এক নির্বাচনী সমাবেশে সন্ত্রাসীদের গুলি ও গ্রেনেড হামলায় নিহত হন বেনজির৷ মৃত্যুবার্ষিকীর কিছুদিন পরই সানড্যান্স চলচ্চিত্র উৎসবে এই নারীর জীবন এবং নাটকীয় রাজনৈতিক জীবনের ওপর নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী দর্শক-সমালোচকদের বাড়তি মনযোগ কাড়বে৷

আয়োজকরা জানিয়েছেন, প্রামাণ্যচিত্র শাখায় প্রতিযোগিতার জন্য জমা পড়া ৮৬২টি চলচ্চিত্রের মধ্য থেকে বাছাই করা ১৬টি ছবি৷ সেরা ওই ছবিগুলো দেখানো হবে এবং পুরস্কৃত হবে এই উৎসবে৷ বেনজিরের জীবন নিয়ে নির্মিত ছবি ‘ভুট্টো' এর মধ্যে অন্যতম বলে জানিয়েছন আয়োজকরা৷

এছাড়া, ২০০৪ সালে আফগান যুদ্ধে তথাকথিত ‘ফ্রেন্ডলি ফায়ার' বা স্বপক্ষের গুলিতে নিহত এক মার্কিন সেনার কাহিনী নিয়ে তৈরি ছবি ‘আই এম পিট টিলমান' হতে পারে উৎসবের আরেক আকর্ষণ৷

আফগান যুদ্ধের পটভূমিতে নির্মিত আরেকটি ছবি হল ‘রেস্ট্রেপো'৷ আফগানিস্তানের একটি দুর্ধর্ষ উপত্যকায় মার্কিন সেনাবাহিনীর একটি ইউনিটের সঙ্গে সাংবাদিক সেবাস্টিয়ান ইয়ুঙ্গারের এক বছর থাকার সময়ে দেখা আফগান যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে এগিয়েছে এ ছবির গল্প৷

বিশ্ব সিনেমা শাখার প্রতিযোগিতায় দেখানো হবে আরেক সাংবাদিকের অভিজ্ঞতা নিয়ে তৈরি ছবি ‘এনিমিস অফ দ্য পিপল'৷ এ ছবির কাহিনী রচিত হয়েছে খেমার রুজ শাসনামলে নিপীড়িত ও নিহত একটি পরিবারের সন্তান ক্যাম্বোডিয়ার এক তরুণ সাংবাদিকের জীবন নিয়ে৷ তিনি কীভাবে তার পরিবার পরিজনদের হত্যাকারীদের খুঁজে বের করেন এবং সনাক্ত করেন তা উঠে এসেছে ওই ছবিতে৷

এমনিভাবে, কলাম্বিয়ার সাবেক কোকেইন সম্রাট পাবলো এসকোবারের ছেলে তার বাবার জীবন নিয়ে তৈরি ছবি ‘সিনস অফ মাই ফাদার' ছবিতে তুলে ধরেছেন কলাম্বিয়ার মাদকচক্রের আবর্তে ঘুরপাক খাওয়া এক দুর্ধর্ষ জীবনকাহিনী৷

আগামী বছরেরর সানড্যান্স উৎসবে ৩৮টি দেশের ৪৩জন প্রচলচ্চিত্র নির্মাতার ১১২টি ফিচারলেংথ ছবি দেখানো হবে যারা এই প্রথমবার ছবি বানালেন৷ এদের মধ্যে প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে ২৪টি ছবি৷ আয়োজকরনা জানান এ উৎসবের জন্য ৩,৭০০ ছবি জমা পড়েছিল তাদের কাছে৷

প্রতিবেদক: মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক