1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাপ ধরা সহজ নয়!

২ অক্টোবর ২০১৭

ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে একটি সাপ৷ আর আপনার উপর দায়িত্ব পড়েছে সেই সাপ ধরার৷ কী করবেন তখন?

https://p.dw.com/p/2l5QG
ফাইল ছবিছবি: iew.ir

সাধারণ কেউ হলে হয়ত বলতে পারেন, সাপ ধরা আমার কাজ নয়৷ কিন্তু পুলিশের পক্ষে কি আর তা বলা সম্ভব! তাদের দায়িত্বই তো বিপদে মানুষকে সাহায্য করা৷ আর সেই কাজ করতে গিয়েই এক ভাইরাল ভিডিও’র জন্ম দিলেন এক পুলিশ সদস্য৷

ঘটনা ফ্লোরিডার৷ সেখানকার এক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হঠাৎ ডাক পড়লো পুলিশের৷ একটি রুমের মধ্যে ঘুরে বেড়ানো সাপ ধরতে হবে৷ ওদিকে, যে পুলিশ সদস্য সেখানে গেছেন তার আবার সাপ নিয়ে ভয় রয়েছে৷ তিনি তাই এক ময়লা ফেলার বাক্স হাতে নিয়ে নানা কসরত করতে লাগলেন সাপ ধরার৷ তিনিও সাপের কাছে যান না, সাপও হাল ছাড়ে না৷

শেষমেষ অবশ্য সাপটিকে রুম থেকে বের করতে সক্ষম হন সেই পুলিশ সদস্য৷ তাঁর নাম প্রকাশ করেনি গণমাধ্যম৷ তবে চলতি মাসের শুরুতে ভিডিওটি ধারন করা হয়েছিল৷ আর ওর্ল্যান্ডোর পুলিশ কর্মকর্তা ভিডিওটি দেখে ‘হাস্যরসাত্মক’ আখ্যা দিয়ে বলেছেন, আসল কথা হচ্ছে, পুলিশ সদস্য তাঁর দায়িত্ব পালনে সক্ষম হয়েছেন৷ আপনিও দেখুন ভিডিওটি, এবং জানান আপনার মতামত৷

এআই/এসিবি