1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের পুরস্কার

৭ অক্টোবর ২০১৭

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য এশিয়ার দুঃসাহসী দুই নারী এবার যৌথভাবে ‘আন্না পোলিটিকোভসকায়া' পুরস্কার পেয়েছেন৷ তাদের একজন ভারতের গৌরী লঙ্কেশ, যিনি এ লড়াই করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে প্রাণ হারিয়েছেন৷

https://p.dw.com/p/2lJiA
ছবি: Imago/Hindustan Times

‘রিচ অল উইমেন ইন ওয়ার আন্না পোলিটিকোভসকায়া' নামের বার্ষিক এই পুরস্কারটি যৌথভাবে পেয়েছেন ভারতের গৌরী লঙ্কেশ এবং পাকিস্তানের গুলালাই ইসমাইল৷ ৫৫ বছর বয়সি গৌরী লঙ্কেশ ভারতের একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এবং প্রকাশক ছিলেন৷ তাঁর পত্রিকায় প্রায়ই উঠে আসতো ধর্মীয় সহিংসতা, হিন্দু ধর্মের বর্ণপ্রথা এবং উগ্রহিন্দুত্ববাদী দলগুলোর অত্যাচারের কথা, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর যা মাথাচাড়া দিয়ে উঠেছে৷

গত মাসে বেঙ্গালুরুতে নিজের বাসভবনের সামনে আততায়ীর গুলিতে প্রাণ হারান তিনি৷ লঙ্কেশের বোন কবিতা থমসন রয়টার্স ফাউন্ডেশনকে বললেন, ‘‘এই পুরস্কারটি আমার বোনের মতো যারা লেখার মাধ্যমে লড়াই করছেন, তাঁদের অনুপ্রেরণা জোগাবে, কেননা, গৌরী বরাবরই বলতেন, তোমরা আমার কণ্ঠরোধ করতে পারবে না৷ তাঁর সেই বোধের প্রতি শ্রদ্ধা হিসেবেই যেন এ পুরস্কার দেয়া হলো৷''

উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদের কারণে বর্তমান ভারতে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে৷ প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী সাংবাদিকদের হুমকি দেয়া হয়৷ কবিতা বললেন, ‘‘নৈতিকতা বজায় রেখে যাঁরা কাজ করতে চান, তাঁদের জন্য সাংবাদিকতা আজ খুবই কঠিন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে৷''

অপর পুরস্কার বিজয়ী পাকিস্তানের শান্তি কর্মী গুলালাই ইসমাইল৷ ৩১ বছর বয়সি এই নারী পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে তালিবানদের বিরুদ্ধে সোচ্চার৷বিভিন্ন সময় হত্যার হুমকি দেয়া হয়েছে তাঁকে৷ পেশাওয়ারের গুলালাই বলছিলেন, গৌরীর মৃত্যু সংবাদে তিনি শোকাহত হয়ে পড়েছিলেন৷ তিনি বললেন, ‘‘এটা খবই দুঃখজনক যে, এমন একটি শক্তিশালী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেয়া হলো৷ এই পুরস্কার একইসাথে আমাদের সংগ্রাম এবং সাহসের প্রতি শ্রদ্ধা জানানোর নিদর্শন৷ ''

মাত্র ১৬ বছর বয়স থেকে উত্তর পশ্চিম পাকিস্তানে নারীদের সহিংসতা রোধ এবং তাঁদের শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন তিনি৷ এছাড়া জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে তরুণ শান্তিকর্মী সৃষ্টিতেও কাজ করছেন গুলালাই৷ থমসন রয়টার্স ফাউন্ডেশনকে তিনি জানালেন, ‘‘আমার বাড়িতে দু'দুবার হামলা চালানো হয়েছে৷ আমার গায়ে বিশ্বাসঘাতকের তকমা এঁটে দেয়া হয়েছে৷ বিমানবন্দরে যাওয়ার সময় একবার আমার পথ আটকে হুমকি দিয়েছিল চার বন্দুকধারী৷''

নারী সাংবাদিক বা নারী অধিকার কর্মীদের ১১ বছর ধরে এই পুরস্কারটি দেয়া হচ্ছে৷ ২০০৬ সালের অক্টোবরে রাশিয়ার অনুসন্ধানী সাংবাদিক পোলিটিকোভসকায়াকে মস্কোতে তাঁর অ্যাপার্টমেন্টে গুলি করে হত্যা করা হয়৷ তিনি চেচনিয়ায় দুর্নীতি এবং মানবাধিকার লংঘন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন৷ সে বছর থেকেই তাঁর নামে এই পুরস্কারটি চালু করে লন্ডনভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠান, যারা নারী অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে৷ এ বছর তারা রোহিঙ্গা শরণার্থী জামালিদা বেগমকেও বিশেষ সম্মান জানিয়েছে৷ জামালিদা মিয়ানমার সেনাবাহিনী যে তাঁকে ধর্ষণ করেছে তা প্রকাশ্ করার সাহস দেখিয়েছেন৷

এপিবি/এসিবি (থমসন রয়টার্স ফাউন্ডেশন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য