1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সার্ককে কার্যকর করার আহ্বান জানালেন রাষ্ট্রপতি

৭ জানুয়ারি ২০১২

রাজনৈতিক কারণে সার্ক দেশগুলো তাদের অনেক সম্ভাবনাকে ব্যবহার করতে পারছে না৷ আর এ কারণে সার্ক এখনো সত্যিকার অর্থে কার্যকর আঞ্চলিক ফোরামে পরিণত হতে পারেনি৷ এ কথা জানিয়েছেন, সার্কভুক্ত দেশের ব্যবসায়ীরা৷

https://p.dw.com/p/13fpS
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান (বামে)ছবি: picture-alliance/dpa

আর বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান রাজনৈতিক বাধা দূর করে সার্ককে কার্যকর সংগঠনে পরিণত করার আহ্বান জানিয়েছেন৷

সার্ক চেম্বার এবং এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে ঢাকায় আয়োজন করা হয়েছে সাউথ এশিয়ান ইয়ুথ অ্যান্ড বিজনেস কমিউনিটি কনভেনশন৷ এর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বর অন্যান্য আঞ্চলিক জোট ও ফোরামভুক্ত দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ৫০ ভাগেরও বেশি৷ আর সার্ক দেশগুলোর আন্ত:ব্যবসা-বাণিজ্য মাত্র ৫ ভাগ৷ এজন্য এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ রাজনীতিকে দায়ী করছেন৷ তিনি বলেন, শুধু ব্যবসা বাণিজ্য নয়, রাজনৈতিক বাধার কারণে সার্ক দেশগুলো নেপাল ও ভুটানের জলবিদ্যুতের বিশাল সম্ভাবনাকে ব্যবহার করতে পারছে না৷

সার্কের মহাসচিব ফতিমাত দিয়ানা সাঈদ বলেন, সার্কভুক্ত দেশগুলোর বহুক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে হবে৷ তিনি বলেন, অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও জলবায়ু পরিবর্তন, খাদ্য সংকট, সীমান্ত সমস্যা, পানি সমস্যা ও নানা রোগ প্রতিরোধে একযোগে কাজ করতে হবে৷

কনভেনশনের উদ্বোধন করে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেন, সার্ক যে লক্ষ্যে গঠন করা হয়েছিল তা অর্জন সম্ভব হয়নি৷ তিনি বলেন সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক বাড়িয়ে সামনের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে হবে৷

রাষ্ট্রপতি বলেন, তারুণ্যই এই সময়ের সবচেয়ে বড় শক্তি৷ তরুণরাই পারবে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে৷ তিনি সার্ক নেতাদের তরুণদের এগিয়ে যাওয়ার পথ করে দেয়ার আহ্বান জানান৷

এই সম্মেলনে সার্কের ৮টি দেশের ব্যবসায়ী নেতা, পদস্থ কর্মকর্তা এবং তরুণরা অংশ নিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য