1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেড ইন ইন্ডিয়া'র প্রচার চান লোধা

৩ ফেব্রুয়ারি ২০১২

ব্রিটেনে থাকা ভারতীয় ফ্যাশন ডিজাইনার সালোনি লোধার ফ্যানদের মধ্যে নাওমি ওয়াটস কি এমা ওয়াটসনের মতো ফিল্মস্টাররা পড়েন৷ সালোনি চান বিশ্বের সেরা বিপণীগুলিতে ভারতীয় ফ্যাশান বিক্রি হোক৷

https://p.dw.com/p/13wF7
ফ্যাশন জগতে ভারতীয় ডিজাইনারদের পরিচিতি বাড়ছেছবি: AP

পোষাক তৈরির ফ্যাব্রিক, মানে ভালো কাপড়ের খোঁজে মুম্বইতে গিয়েছিলেন সালোনি৷ ফরাসি সংবাদ সংস্থা এএফপি'কে সেখান থেকেই একটি সাক্ষাৎকার দেন৷ সালোনির বক্তব্য: ‘মেড ইন ইন্ডিয়া' লেবেল দেখে পশ্চিমা গ্রাহকদের নাক কোঁচকানোর কোনো কারণ নেই৷ বরং সেই লেবেল দেখে একদিন তাদের জিভে জল আসবে৷

18.07.2006 projekt zukunft fragezeichen
এই ছবিটিকেই খুঁজছেন আপনি৷ ছবিটির তারিখ 03.02.12-05.02.12 এবং কোড: 4430 পাঠিয়ে দিন bengali@dw-world.de ঠিকানায় অথবা এসএমএস করুন 0088 0173 030 2205, ভারত: 0091 98309 97232 নম্বরে৷ এই প্রতিযোগিতায় অংশ নিয়ে জিততে পারেন আকর্ষণীয় সারপ্রাইজ গিফট…ছবি: DW-TV

২০০৭ সালে যখন ‘সালোনি' লেবেলটি তার জয়যাত্রা শুরু করে, তখন লোধার সংগ্রহে ছিল মাত্র ১০টি ডিজাইন৷ আজ বিশ্বের বহু নামী-দামী বুটিকে তাঁর তৈরি ড্রেস পাওয়া যাবে, সোসালাইট এবং স্টাররা সে সব ড্রেস পরে থাকেন৷ ৩০ বছর বয়সী সালোনি এখন জুয়েলারি ও হাতব্যাগও বেচে থাকেন৷ এবং তাঁর কলেকশানের সব কিছু ভারতে তৈরি, প্রথাগত তাঁতি, দরজি এবং সুঁচ ও নকশার কাজের মানুষজনদের সহযোগিতায় সৃষ্ট৷ যদিও লোধা তাঁর ডিজাইনের কাজ তাঁর লন্ডন স্টুডিওতেই করে থাকেন৷

অবশ্য বিদেশি ফ্যাশান হাউসগুলোর ভারতের প্রতি আগ্রহ এমনিতেই বাড়ছিল৷ ফরাসি লাক্সারি গুডস নির্মাতা এর্মেস গতবছরের অক্টোবর মাসে ভারতীয় শাড়ির একটি লিমিটেড এডিশন শুরু করে৷ জার্মানি-জাত ফ্যাশান লিজেন্ড কার্ল লাগারফেল্ড শানেল'এর একটি সাম্প্রতিক কলেকশানে ভারতের রাজা-মহারাজাদের ছাপ রেখেছেন৷ ভ্যালেন্টিনো কি আর্মানি, বিশ্বের টপ ডিজাইনাররা তাদের বিলাসবহুল গাউনগুলির জন্য এমব্রয়ডারি ভারতেই করান৷

Indien Film Bollywood Schauspielerin Amrita Rao
বলিউড’ও ফ্যাশন জগতে প্রবেশ করেছেছবি: picture alliance/landov

সালোনি লোধারও তাই বক্তব্য৷ হাতের কাজে ভারতে যে ধরণের নিপুণতা আছে, তা শুধু সেখানেই আছে৷ ‘মেড ইন ইন্ডিয়া' বহু পর্যায়েই একটা বিলাস, একটা লাক্সারি৷ যেমন লোধা তাঁর কাশ্মিরি শালগুলি বোনান খোদ কাশ্মিরি পরিবারদের দিয়ে৷ তাঁর সিল্ক স্কার্ভগুলি আসে ভারত আর তিব্বতের সীমান্তে মহিলাদের কোঅপারেটিভ থেকে৷

তবে হ্যাঁ, স্বদেশে কদর হতে সালোনির এখনও কিছু বাকি৷ সবে গত শীত যাবৎ মুম্বই'য়ের একটি বুটিকে তাঁর ড্রেস ইত্যাদি পাওয়া যাচ্ছে৷ ওদিকে সালোনি বলিউডের পাগল ফ্যান৷ ফ্রিডা পিন্টো, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর তাঁর ড্রেস পরতে পারেন ভেবে ইতিমধ্যেই মুচ্ছো যাচ্ছেন সালোনি লোধা৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য