1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিডিইউ-এর নেতৃত্বে ম্যার্কেলপন্থি লাশেট

১৬ জানুয়ারি ২০২১

জার্মানির ক্ষমতাসীন রাজনৈতিক দল সিডিইউ-এর প্রধান নির্বাচিত হলেন আরমিন লাশেট৷ তিনি দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়ার মুখ্যমন্ত্রী৷

https://p.dw.com/p/3o0xT
জার্মানির ক্ষমতাসীন রাজনৈতিক দল সিডিইউ-এর প্রধান নির্বাচিত হলেন আরমিন লাশেট৷ তিনি দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়ার মুখ্যমন্ত্রী৷
ছবি: picture alliance/dpa/dpa-Pool

৫৯ বছর বয়সী আরমিন লাশেট জার্মানির ক্রিশ্চিয়ান ডেমোক্রেট-সিডিইউ এর ফেডারেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্রিডরিশ ম্যার্ৎসের ৪৬৬ ভোটের বিপরীতে ৫২১ ভোট পেয়ে জয়লাভ করেন ম্যার্ৎস৷

২০১৭ সাল থেকে নর্থ রাইন ওয়েস্টফালিয়ার মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা লাশেট বরাবরই চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের নীতির পক্ষে দৃঢ় অবস্থান ধরে রেখেছেন৷ ম্যার্কেল পরবর্তী জার্মানির চ্যান্সেলর হিসেবেও তাকে অন্যতম প্রার্থী বলে বিবেচনা করা হয়৷ তবে সেপ্টেম্বরের নির্বাচনে তিনি চ্যান্সেলর হতে চান কীনা কিংবা হতে পারবেন কীনা সেটা ভবিষ্যতই বলে দিবে৷

Deutschland | Parteitag der NRW-CDU
চ্যান্সেল আঙ্গেলা ম্যার্কেলের অন্যতম বিশ্বস্ত রাজনৈতিক সঙ্গী হিসেবে পরিচিত লাশেট৷ছবি: picture-alliance/dpa/F. Gentsch

আসন্ন আঞ্চলিক নির্বাচনে দলকে শক্তিশালী অবস্থানে নিতে এবং চ্যান্সেলর পদ ধরে রাখার জন্য প্রয়োজনীয় সব কিছু করার অঙ্গীকার করেছেন লাশেট৷ বিজয়ী হওয়ার পর দেয়া বক্তৃতায় তিনি সুষ্ঠু প্রতিদ্বন্দ্বীতার জন্য অন্য প্রার্থীদের প্রশংসা করার পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন৷

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া ম্যার্ৎস নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেছেন৷ বাভারিয়া রাজ্যে সিডিইউ এর সহযোগী দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন- সিএসইউ এর নেতা মার্কুস স্যোডার এক টুইটে লাশেটের উদ্দেশ্যে লিখেছেন, ‘‘আমি একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি৷ একসাথে আমরা ইউনিয়নের সাফল্যকে বজায় রাখব৷’’

জনপ্রিয় ও প্রভাবশালী নেতা হিসেবে স্যোডা জোটের পরবর্তী চ্যান্সেলর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে৷ সাম্প্রতিক বিভিন্ন জরিপেও এই পদে তিনি সম্ভাবনাময় হিসেবে উঠে এসেছেন৷

২০১২ সাল থেকে লাশেট সিডিইউ এর পাঁচ ডেপুটি ফেডারেল চেয়ারম্যানের একজন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন৷ ২০১৫ সালে শরণার্থীদের আশ্রয় দেয়া নিয়ে দলের ভিতর থেকে আঙ্গেলা ম্যার্কেল প্রবল বিরোধীতার সম্মুখীন হলে লাশেট তাকে সমর্থন যুগিয়েছেন৷ তারপর থেকে ম্যার্কেলের অন্যতম বিশ্বস্ত রাজনৈতিক সঙ্গী হিসেবে পরিচিত লাশেট৷

ক্রিস্টফ স্ট্রাক/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান