1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিনেটে ট্রাম্পের অভিশংসন প্রস্তাব

১৬ জানুয়ারি ২০২০

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব উচ্চকক্ষ সিনেটে পাঠিয়েছে৷ এ নিয়ে তৃতীয়বার কোনো প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব সিনেটে গেল৷

https://p.dw.com/p/3WHcg
USA Impeachment Demokraten entsenden "Ankläger" in den Senat
ছবি: picture-alliance/dpa/AP/S. Walsh

ট্রাম্পের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে বুধবার প্রতিনিধি পরিষদে দুইটি প্রস্তাবের উপর ভোট হয় এবং সেগুলো ২২৮-১৯১ ভোটে পাস করে; প্রস্তাব দুইটি অত্যন্ত শক্তিশালী৷

ডেমোক্র্যাটিক নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলসি বলেন, ‘‘প্রেসিডেন্টকে অবশ্যই জবাবদিহি করতে হবে৷'' সিনেটে পাঠানোর আগে অভিশংসন প্রস্তাব দুটিতে স্বাক্ষর করেন তিনি৷

বৃহস্পতিবার প্রস্তাব দুটি সিনেটে উপস্থাপন করা হবে বলে জানান রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল৷ যুক্তরাষ্ট্রের সিনেট ট্রাম্পের দল রিপাকলিকান নিয়ন্ত্রিত৷

প্রস্তাব দুইটি সিনেটে পড়ার পর প্রধান বিচারপতি জন রবার্টস মামলা পরিচালনার জন্য শপথ গ্রহণ করবেন৷ তারপর তিনি জুরিবোর্ডকে শপথ বাক্য পাঠ করাবেন৷

আগামী মঙ্গলবার মামলার কাজ শুরু হতে পারে৷ হোয়াইট হাউজ থেকেট্রাম্পকের পক্ষে লড়াই করার জন্য এখনো দল পাঠানো হয়নি৷

ডনাল্ড ট্রাম্প টেলিফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিয়ের জেলেনস্কিকে জো বাইডেন ও তাঁর ছেলের বিরুদ্ধে তদন্ত করার আহ্বান জানিয়েছেন- এই অভিযোগ তুলে গত অক্টোবরে ডেমোক্র্যাটরা অভিশংসন প্রক্রিয়া শুরু করে৷ মার্কিন প্রেসিডেন্ট তারপর চীনের প্রতিও প্রকাশ্যে একই আহ্বান জানিয়ে সাংবাদিকদের বলেছিলেন, বাইডেনদের বিরুদ্ধে চীনের তদন্ত শুরু করা উচিত৷ এজন্য চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে অনুরোধ করার কথাও ভাবছেন৷

সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে ব্যবধান ৫৩-৪৭ হওয়ায় শেষ পর্যন্ত ট্রাম্প দায়মুক্তি পাবেন বলেই অনুমান করা হচ্ছে৷ তবে এ বিচার চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের ওপর কী প্রভাব ফেলে, তাই এখন দেখার বিষয়৷

সিনেটের এই বিচারের ‘প্রতীকী মূল্য' থাকবে বলে আশা ডেমোক্র্যাটদের৷

বুধবার প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সবাই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন৷ডেমোক্র্যাটদের মধ্যে কেবল মিনেসোটার কলিন পিটারসন প্রস্তাবের পক্ষা নেননি; তবে তারা সাথে পেয়েছিলেন রিপাবলিকান দল ছেড়ে স্বতন্ত্র হয়ে যাওয়া মিশিগানের জাস্টিন আমাশকে৷

সিনেটে মামলার বাদী হিসেবে স্কিফ ছাড়াও থাকবেন প্রতিনিধি পরিষদের বিচারবিভাগীয় কমিটির প্রধান জেরল্ড নেডলার, নিউ ইয়র্কের হাকিম জেফ্রিস, ক্যালিফোর্নিয়ার জো লফগ্রেন, কলোরাডোর জেসন ক্রো, ফ্লোরিডার ভাল ডেমিংস এবং টেক্সাসের সিলভিয়া গার্সিয়া৷

হোয়াইট হাউসের আইনজীবী প্যাট সিপোলোনে ও জে সেকুলো প্রেসিডেন্টের পক্ষে লড়াই করা কৌঁসুলিদের নেতৃত্ব দেবেন বলে ইঙ্গিত পাওয়া গেছে৷

এসএনএল/কেএম (রয়টার্স, এএফপি, ডিপিএ)