1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া যুদ্ধে নিহতদের তথ্য দাবি

২৯ নভেম্বর ২০১৮

সিরিয়া সরকারের কাছে যুদ্ধে নিহত, বন্দি ও নিখোঁজদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে জাতিসংঘ৷ জাতিসংঘ কর্মকর্তারা মনে করেন, যুদ্ধ শেষ হওয়ার আগেই এসব তথ্য সরবরাহ করা প্রয়োজন, যুদ্ধ শেষে নয়৷

https://p.dw.com/p/397MF
ছবি: picture-alliance/dpa/Sputnik

জাতিসংঘের সিরিয়া বিষয়ক তদন্ত কমিশনের প্রধান পাওলো পিনহাইরো বুধবার বলেন, ‘‘সিরীয় সরকারের সচ্ছ্ব, বিস্তারিত এবং স্বতন্ত্র তথ্য আমাদের জানানোর এখনই উপযুক্ত সময়৷ কেবল বন্দিদেরই নয়, কারাবন্দি অবস্থায় যাঁদের মৃত্যু হয়েছে এবং বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের তথ্যও আমাদের দিতে হবে৷’’

নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক এক বৈঠকে তিনি বলেন, ‘‘নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যকে বুঝতে হবে যে, শান্তি চুক্তি হওয়ার পর বন্দি ও নিখোঁজদের ভাগ্যে কী ঘটবে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া সম্ভব নয়৷ তাই এখনই এসব তথ্য আমাদের কাছে দেয়া উচিত৷’’ পিনহাইরো বলেন, ‘‘আমরা বলছি যে, তাঁদের স্বজনদের সাথে কী ঘটেছে বা ঘটছে তা প্রত্যেকটি পরিবারের সদস্যদের জানার অধিকার আছে৷’’

৭ বছরের গৃহযুদ্ধে এ পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷

চলতি বছরের মে মাসে সিরিয়ার পুলিশ এবং সেনাবাহিনী জাতিসংঘকে এমন সব তথ্য সরবরাহ করেছে, যেখানে সরকারের সিভিল রেজিস্ট্রি অফিসগুলোতে জিজ্ঞাসাবাদের সময় যাদের মৃত্যু হয়েছে তাদেরও উল্লেখ রয়েছে৷

পিনহাইরো জানান, সেসব তথ্য নজিরবিহীন৷ তাই মৃত ব্যক্তিদের প্রত্যেকের মৃত্যুর কারণ অনুসন্ধান করা উচিত বলে মনে করেন তিনি৷ জিজ্ঞাসাবাদের সময় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের প্রত্যেকের ঘটনা স্বতন্ত্রভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছেন তিনি৷ পাশাপাশি তদন্তের প্রতিবেদন প্রকাশ্যে আনার আহ্বানও জানিয়েছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক তদন্ত কমিশনের প্রধান৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)